ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দেশের করোনা পরিস্থিতির উন্নতির তেমন সম্ভাবনা আপাতত নেই। তাই বলে আর ঘর বন্ধী থাকতে চাইছেন না ক্রিকেটাররা। ফিরতে চান মাঠের ক্রিকেটে। এজন্য একাধিকবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন করেন তারকা ক্রিকেটাররা। তবে এতোদিন পরিস্থিতি বিবেচনায় এ ব্যাপারে কোন সিদ্ধান্তে আসতে পারছিলো না দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। শেষ পর্যন্ত অবশ্য গত সপ্তাহে টাইগারদের বোর্ড জানিয়ে দেয় ইচ্ছে করলে রোববার থেকে মাঠে অনুশীলন করতে পাববেন মুশফিকরা। সে হিসেবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এবার তারা নিজেদের মতো করে অনুশীলন করবেন।
এখন পর্যন্ত অনুশীলনে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মোহাম্মদ মিথুন, শফিউল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাসুম আহমেদ, মেহেদী হাসান, নুরুল হাসান ও নাঈম হাসান। আপাতত সাত দিনের একটি অনুশীলন সূচি তৈরি করেছে বিসিবি। সেই সূচি অনুযায়ী, মিরপুরে অনুশীলন করবেন মুশফিক, ইমরুল, মিথুন ও শফিউল। সিলেটে করবেন খালেদ ও নাসুম। খুলনায় মেহেদী ও নুরুল। আর চট্টগ্রামে নাঈম।
করোনার কথা ভেবে এবার আপাতত এক সময়ে দু’জন অনুশীলন করতে পারবেন না। ব্যাটসম্যানরা আপাতত জিম ও ৪৫ মিনিটের স্কিল ট্রেনিং করবেন। অবশ্য ঢাকার বাইরে ব্যাটসম্যান ও বোলাররা শুধু ফিটনেস নিয়ে কাজ করবেন। তবে সিলেট থেকে পেসার খালেদ আহমেদ বলছিলেন, আপাতত জিম করতে বলা হলেও উইকেট ভালো থাকলে তিনি চেষ্টা করবেন বোলিং অনুশীলনটাও করতে।
Discussion about this post