ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তারকাদের জীবনের গল্প নিয়ে বায়োপিক নির্মান নতুন কিছু নয় বলিউডে। নিয়মিতই পাশের দেশে রুপালী পর্দায় উঠে আসছেন না অঙ্গনের তারকারা। এরইমধ্যে মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে ছড়িয়েছে মুগ্ধতা। এবার বাংলাদেশেও আসছে বায়োপিক। ক্রীড়াঙ্গনের তারকার জীবন নিয়ে সিনেমা।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মুক্তিযোদ্ধা রকিবুল হাসানকে নিয়ে বায়োপিক নির্মাণ হতে যাচ্ছে। তার চিত্রনাট্য লিখছেন ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায়।
পূর্ণদৈর্ঘ্য সিনেমাটির পরিচালনার দায়িত্বে আছেন বান্টি আফজাল। প্রয়োজক হলেন রুমানা শারমিন স্বাতী। কাহিনী ও চিত্রনাট্যে লিখবেন লেখক ও সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায়। রোববার এনিয়ে চুক্তি স্বাক্ষর হয়েছে।
সিনেমার নাম ঠিক না হলেও জানা গেছে-পুরো সিনেমাটি রকিবুল হাসানের ছোটবেলা থেকে শুরু করে ক্রিকেট জীবন, প্রেম-বিয়ে সংসার জীবনের গল্প দিয়ে সাজানো হবে। যেখানে এই ক্রিকেটারের জীবন তুলে আনা হবে।
দেশের কোন ক্রিকেটারকে নিয়ে এটিই হতে যাচ্ছে প্রথম কোন বায়োপিক। নিজেকে নিয়ে নির্মিত হতে যাওয়া বায়োপিক প্রসঙ্গে রকিবুল হাসান জানালেন, ‘ আমি বলব এটা একটা স্বীকৃতি এবং আমার জন্য এটা অনেক বড় একটা প্রাপ্তি। দেবব্রত স্ক্রিপ্ট রাইটার ও বান্টি আফজাল পরিচালনা করবে। আমি চাইবো যেন এটা হয়। বাংলাদেশে তো অনেক সময় অনেক সুন্দর উদ্যোগ নেয়া হয় হয় কিন্তু কোন না কোন কারনে আবার থেমে যায়।’
ক্রিপ্ট রাইটার দেবব্রত মুখোপাধ্যায় বলেন, ‘মাশরাফি বই লেখার সময় আমি যখন তাকে হিরো বললাম, তিনি বললেন, আমি হিরো আমি না, হিরো হচ্ছেন ডাক্তাররা, কৃষকরা। আর আমাদের ক্রিকেটের সত্যিকারের হিরো যদি কেউ থেকে থাকেন সেটা রকিবুল ভাই। কারণ উনি যুদ্ধ করেছেন। সে শুধু খেলেই সন্তুষ্ট থাকেননি। সেই ভাবনা থেকেই আমি ও আমার পরিচালক একমত হয়েছিলাম যে আমাদের এখানে কাজ করা উচিত। আমরা আগামী বছরের শুরুর দিকে শুরু করতে চাই এর মধ্যে স্ক্রিপটিং ক্যাস্টিং শেষ করব আমরা।’
সব ঠিক থাকলে করোনা পরিস্থিতির উন্নতি হলে আসছে বছর রকিবুল হাসানের বায়োপিকের শ্যুটিং শুরু হবে।
Discussion about this post