ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু করোনার কারণে ২০ ওভারের এ জমজমাট ক্রিকেটীয় লড়াই মাঠে গড়ানো নিয়ে বেশ আগে থেকেই তৈরি হয়েছিল শঙ্কা। শেষ পর্যন্ত নাকি সেটাই সত্যি হতে যাচ্ছে। যে ঘোষণা আগামী সপ্তাহেই আসবে। এমনটাই জানিয়েছে অস্ট্রেলিয়ার গনমাধ্যম। শুধু তাই নয়, এরইমধ্যে নাকি ডেভিড ওয়ার্নাররাও জেনে গেছেন ব্যাপারটি। তাই তারা শুধু ইংল্যান্ড সফরের প্রস্তুতি নিচ্ছেন। যেখানে ওয়ান ডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হবে তাদের।
করোনার মধ্যেও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা ফিরেছে অনুশীলনে। দিন কয়েক আগে নেট প্র্যাক্টিসে ব্যাট হাতে নিজের ছবি দিয়ে স্মিথ টুইট করেছিলেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ যে আমি ব্যাট করা ভুলে যাইনি।’
এদিকে জানা গেছে, অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের তরফে তাদের দেশের ক্রিকেটারদের বলে দেওয়া হয়েছে, সেপ্টেম্বরে ইংল্যান্ডের মাটিতে সাদা বলের ক্রিকেটের জন্য নিজেদের তৈরি করতে। এ ব্যাপারে অস্ট্রেলিয়ার একটি সংবাদপত্রে সোমবার লেখা হয়েছে, ‘এই সপ্তাহেই সরকারি ভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার কথা জানিয়ে দেওয়া হবে। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদেরও বলা হয়েছে, ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের জন্য নিজেদের তৈরি করতে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যাওয়া মানে আইপিএল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাওয়া। শোনা যাচ্ছে, অক্টোবর-নভেম্বরে আইপিএল হতে পারে। অস্ট্রেলীয় প্রচারমাধ্যমে সেটাই বলা হয়েছে।
কোভিড-১৯ অতিমারির জেরে যে এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে, তা অনেক আগে থেকেই পরিষ্কার হয়ে গিয়েছিল। কিন্তু ব্যাপারটি নিয়ে আইসিসি অযথা জামেলা করছে।
Discussion about this post