ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার। তবে দীর্ঘদিন ধরেই কমেন্ট্রিবক্সে মাইক্রোফোন হাতে টাইগার ক্রিকেটের প্রতিনিধিত্ব করছেন আতহার আলি। এবার তার ইচ্ছা, খেলা শেষে ধারাভাষ্যে আসবেন জাতীয় দলের দুই ক্রিকেটার তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।
কয়েকদিন আগে এব সাক্ষাৎকারে ধারাভাষ্য নিয়ে আতহার বলেন, ‘কমেন্ট্রি আমার প্যাশন। একজন ধারাভাষ্যকারের অনেক কাজ থাকে। মাঠে আমরা ২ ঘণ্টা আগে যাই, আবার ২ ঘণ্টা পরে আসি। ম্যাচের আগে-পড়ে আমাদের শো থাকে।’
তামিম ও মুশফিক এখন যেভাবে ব্যাট হাতে দলের হাল ধরেন, খেলোয়াড়ি জীবন শেষে মাইক্রোফোন হাতেও সেভাবে দেশের হাল ধরার যোগ্যতা রাখেন। এ ব্যাপারে আতহার বলেন, ‘অবশ্যই তামিমের কথা বলতে হবে। সে অনেক সুন্দর করে কথা বলে। তার উচ্চারণ থেকে শুরু করে খেলা নিয়ে চিন্তাভাবনা, পরিস্থিতি বুঝতে পেরে মনের ভাব প্রকাশ করা অসাধারণ। ইনশাআল্লাহ্ তামিম আরো অনেক বছর খেলবে। এরপর দারুণ একজন ধারাভাষ্যকার হয়ে উঠতে পারে সে।’
আতহার আরও বলেন, ‘মুশফিকের কথাও বলতে হবে। সে ও খুব সুন্দর করে ভেতরের কথা প্রকাশ করতে পারে। তাই আমার মনে হয় মুশফিক ও তামিম ভবিষ্যতে ধারাভাষ্যে আসতে পারে। এখানে সবাই তাদের সম্মান করবে। কারণ খেলোয়াড় হিসেবেও দুইজনের অনেক উজ্জ্বল ক্যারিয়ার ছিল।’
Discussion about this post