ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শশঙ্ক মনোহর আগামী মাসের আইসিসি সভাপতির মেয়াদ পূর্ণ করবেন। এরইমধ্যে তিনি আবার জানিয়ে দিয়েছেন এ পদে আর বসবেন না। এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানিও এ পদে বসতে ইচ্ছুক নন। মূলত এরপরই বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির সভাপতির আসনে সৌরভ গাঙ্গুলিকে দেখতে শুরু করেছেন অনেকেই।
বুধবার এহসান অনলাইন সংবাদ সম্মেলনে আইসিসি সভাপতি পদে না লড়াইয়ে কথা বলেছেন, ‘আমি নির্বাচন করছি না। এটাই সত্যি।সংবাদমাধ্যমে আগেও বলেছিলাম। এই খবরটি এসেছে ভারত থেকে। আমাকে বেশ কয়েকজায়গা থেকে বলা হয়েছে নির্বাচনের ব্যাপারে, আমি আগ্রহ দেখাইনি। আইসিসিতে আমার আগ্রহ শুধু পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গেই সম্পৃক্ত। আমাকে প্রধানমন্ত্রী ইমরান খান ফোন দিয়েছিলেন। আর আমি পাকিস্তান ক্রিকেটের কথা চিন্তা করেই কাজ করছি।’
পাকিস্তান ক্রিকেট বোর্ড সভাপতি আইসিসির কর্তা পদে না দাঁড়ানোয় অনেকটা পথ পরিস্কার হয়েছে সৌরভেরঅ সংবাদমাধ্যমের মতে, আইসিসি সভাপতি হওয়ার দৌড়ে রইলেন শুধু সৌরভ। যদিও ভারতের সাবেক ওপেনার এ নিয়ে নিজের আগ্রহ এখনো প্রকাশ করেননি।
আইসিসির বর্তমান সভাপতি শশাঙ্ক মনোহরের দায়িত্বের মেয়াদ শেষ হবে এ বছরই। বিসিসিআই এখনো সরাসরি কিছু না বললেও সংবাদমাধ্যমের মতে, সৌরভই হতে পারেন আইসিসি সভাপতি পদের জন্য ভারতীয় বোর্ডের প্রার্থী।
Discussion about this post