ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কি না সে সিদ্ধান্ত নিতে পারেনি আইসিসি। তার আগেই সোমবার ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিল.
করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা অবাস্তব ব্যাপার।
অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের ঐ মন্তব্যের পর অনেকেই মনে করছেন, ভারত আইপিএল আয়োজনের সুযোগ পেয়ে গেল। বিশ্বকাপ না হলে সেই ফাঁকা সময়ে আইপিএল আয়োজন করার চেষ্টা করবে বিসিসিআই।
আগামী মাসে আইসিসির বৈঠকে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা। আর্ন্তজাতিক ক্রিকেটের নিয়ন্তর্ক সংস্থার সেই মিটিংয়ের আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার মন্তব্য কিন্তু তাৎপর্যপূর্ণ। অজি বোর্ডের চেয়ারম্যান কার্ল এডিংস বলেছেন, ‘এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে টি টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেওয়া হয়নি বা স্থগিত করা হয়নি। কিন্তু ১৬টি দেশকে নিয়ে অস্ট্রেলিয়ায় এ বছর টি টোয়েন্টি বিশ্বকাপ করা অবাস্তব বলেই মনে হচ্ছে।’
এখনও বেশিরভাগ দেশই কারোনার কালো থাবা থেকে মুক্ত হতে পারেনি। এ অবস্থার মধ্যে অস্ট্রেলিয়ায় আগামী অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন অসম্ভব। তবে বৈশ্বিক এ টুর্নামেন্ট মাঠে গড়ানো বা না গড়ানোর সিদ্ধান্ত নিতে দেরি করছে আইসিসি। এরফলে বিসিসিআইও আইপিএল নিয়ে সিদ্ধান্ত নিতে পারছে না। শেষ পর্যন্ত অক্টোবরেই আইপিএল হয় কিনা, সেটা জানার অপেক্ষায় ক্রিকেটবিশ্ব।
Discussion about this post