ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ক্যারিয়ারের ১৫ বছর পূর্ণ করলেন মুশফিকুর রহিম। আর সেই দিনে বাংলাদেশ জাতীয় দলের তারকা জানালেন তিনি গড়বেন একটি ফাউন্ডেশন। যার নাম ‘এমআর১৫ ফাউন্ডেশন’। একইসঙ্গে এই কাজের সঙ্গে যুক্ত হতে পারবেন ভক্তরাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানালেন তার সঙ্গে ডিনারের সুযোগও পাবেন ভক্তরা।
মঙ্গলবার রাতে জানান, ফাউন্ডেশনের জন্য ভক্ত-সমর্থকদের কাছ থেকে লোগো চাইছেন তিনি। বিজয়ী ডিজাইনারকে পুরস্কৃত করার পাশাপাশি মুশফিকের সব সামাজিক যোগাযোগ মাধ্যমে এই লোগো ব্যবহৃত হবে। সেরা পাঁচ ডিজাইনার পাবেন মুশফিকের সঙ্গে ডিনার করার সুযোগ।
মুশফিক বলেন, ‘এইদিনে ১৫ বছর আগে আমি বাংলাদেশের হয়ে লর্ডসের মাঠে প্রথম টেস্ট খেলতে নেমেছিলাম। দেখতে দেখতে ১৫টি বছর কেটে গেল। আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া এবং আল্লাহর বিশেষ রহমতে যতটুকুই অর্জন করার তৌফিক দিয়েছেন আমাকে, সেজন্য আমি অবশ্যই আপনাদেরকে প্রাণ ও অন্তর থেকে ধন্যবাদ জানাই’।
৫ মিনিটের লাইভে মুশি আরও বলেন, ‘এমন একটা সময়, আমার মনে হয় আপনাদেরকে প্রতিদান দেয়ার অনেক কিছু আছে। সেই লক্ষ্যে আমি কিছু পদক্ষেপ হাতে নিয়েছি। এর প্রথমটি হলো, আমার স্বপ্নের ‘এমআর১৫ ফাউন্ডেশন’ তৈরি করা। আপনারা জেনে খুশি হবেন, খুব শিগগিরই আমি এটি শুরু করতে যাচ্ছি’। ‘আপনাদের যে সারপ্রাইজটি আমি দিতে চাই, তা হলো…, যেহেতু আমার পুরো ক্যারিয়ার জুড়ে আপনারাই আমার শক্তি। তাই আপনাদের অনুরোধ জানাচ্ছি, এমআর১৫ ফাউন্ডেশনের লোগোটি আপনারাই ডিজাইন করে নির্বাচন করে দিন। আপনারা লোগো ডিজাইন করে পাঠিয়ে দিন, সেখান থেকে বাছাইকৃত পাঁচজনকে নিয়ে করোনা পরিস্থিতি ঠিক হয়ে গেলে ঢাকার যেকোনো এক ফাইভস্টার হোটেলে ডিনার করবো আমি।’
সঙ্গে যোগ করলেন, ‘পাঁচজন থেকে একজনকে প্রথম হিসেবে বাছাই করা হবে। তিনি পাবেন আমার অটোগ্রাফযুক্ত একটি জার্সি। তার করা লোগো ব্যবহার করা হবে এমআর১৫ ফাউন্ডেশন এবং তাছাড়াও আমার সকল সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে। আর দেরি না করে খুব তাড়াতাড়ি আপনারা লোগোটা ডিজাইন করুন এবং পাঠিয়ে দিন। এই লাইভ শেষে আমি শিগগিরই জানিয়ে দেবো কিভাবে কোথায় এবং কতদিনের মধ্যে এটা পাঠিয়ে দিতে হবে’।
Discussion about this post