ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাসের কারণে গত তিন মাস ধরে বন্ধ মাঠের ক্রিকেট। এ অবস্থা থেকে বের হতে অবশ্য ধীরে ধীরে বেশ কয়েকটি ক্রিকেট বোর্ড স্বল্প পরিসরে অনুশীলনের অনুমতি দিচ্ছে। তবে আন্তর্জাতিক ক্রিকেট কবা নাগাদ মাঠে গড়াবে তা জানা নেই কারও। এরইমধ্যে আবার সবার চিন্তায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। এদিকে আবার গুঞ্জন এ টুর্নামেন্ট পেছাবে করোনার কারণে। তবে আইসিসির এক কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্স-কে জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেয়ার পথে এগুচ্ছে না আইসিসি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ নির্ধারিত সময়ে আসর শুরু করার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছে আইসিসির ঐ কর্মকর্তা। বৃহস্পতিবার (২৮ মে) আইসিসির সভায় এই বিষয়ে একটা সিদ্ধান্ত দেয়া হবে।
করোনার কারণে এদিকে আবার পিছিয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর। তাই ভারতীয় ক্রিকেট বোর্ড তাকিয়ে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসির সিদ্ধান্তের ওপর। যদি না বিশ্বকাপ পিছিয়ে যায় তাহলে আইপিএল মাঠে গড়ানোর একটা সুযোগ নেবে বিসিসিআই। ভারত লক-ডাউন করে দেয়ার পর আইপিএলও স্থগিত হয়ে যায় অনির্দিষ্ট সময়ের জন্য। যদি বিসিসিআই বলে আসছে বিশ্বকাপ পেছানোর জন্য আইসিসিকে কোনো চাপ দেবে না তারা।
Discussion about this post