ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কিছুতেই স্বস্তির খবর নেই। করোনাভাইরাসের সংক্রমণ এখনো কমেনি। এরমধ্যে সুপার সাইক্লোন আম্পান এসে সবকিছু তছনছ করে দিয়ে গেল। এই প্রাকৃতিক বিপর্যয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের দেশ ভারতের কলকাতা শহর। বলা হচ্ছে গত ২৫০ বছরে এমন তাণ্ডব দেখেনি কলকাতা। পশ্চিমবঙ্গের মতোই লণ্ডভণ্ড বাংলাদেশের উপকূলীয় অঞ্চল। ইউনিসেফ জানিয়েছে ভারত ও বাংলাদেশ মিলিয়ে প্রায় ১৯ লাখ শিশুর এই ঝড়ে জীবন নিয়ে ঝুঁকির মধ্যে পড়েছে।
আম্পানে ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করছেন ভারতীয় ক্রিকেটারদের। করোনার কারণে গৃহবন্ধী বিরাট কোহলি টুইটারে নিজের অনুভূতির জানালেন। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের টুইট, ‘পশ্চিমবঙ্গ আর ওডিশায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করছি। সৃষ্টিকর্তা সবাইকে রক্ষা করুন, আশা করছি দ্রুত সব ঠিক হয়ে যাবে।’
আরেক ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ানের টুইট, ‘সাইক্লোন আম্পানে পশ্চিমবঙ্গ ও ওডিশায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করছি আমি। আপনারা সবাই একে অপরের খেয়াল রাখুন আর নিরাপদ থাকুন।’ সাবেক ক্রিকেটার যুবরাজ সিং টুইটারে লিখলেন, ‘বাংলা ও ওডিশায় ভাই-বোনদের বলবো- শক্ত থাকুন। এমন বিপদ কাটিয়ে উঠতে হৃদয়ের গভীর থেকে প্রার্থনা থাকল।’
হতাশ আরেক ক্রিকেটার রবীন্দ্র জাদেজাও। তার মন কাঁদছে। তিনি নিজের অনুভূতি প্রকাশ করে লিখেছেন ‘ওডিশা ও পশ্চিমবঙ্গের মানুষেদের জন্য প্রার্থনা থাকল। মর্মান্তিক সময়ে যেসব মানুষ পরিবারের সদস্যদের হারিয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি।’
Discussion about this post