ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনা মোকাবিলায় বেশ আগ থেকেই ব্যক্তিগত উদ্যোগে সাহায্য-সহযোগিতা করছেন মুশফিকুর রহিম। সে ধারাবাহিকতায় এবার তিনি নেট বোলারদের সাহায্যে এগিয়ে এসেছেন।
এরআগে জাতীয় দলের অন্য ক্রিকেটারদের সঙ্গে মুশফিকও বেতনের অর্ধেক টাকা তহবিলে অনুদান দিয়েছেন। বগুড়ায় স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষা সামগ্রী পাঠিয়েছেন। বাকি সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে মিলে টিম বয়দের আর্থিক সাহায্য দিয়েছেন। এ ছাড়া প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরি করা ব্যাটও নিলামে তোলার ঘোষণা দিয়েছেন। এবার মোট ৩০ জন নেট বোলারদের আর্থিক সাহায্য দিলেন তিনি।
নেট বোলারদের দায়িত্বে থাকা রাকিবুল ইসলাম জানিয়েছেন, ‘কিছুদিন আগে মুশফিক ভাই আমাকে জিজ্ঞেস করেছিল, তোদের নেট বোলাররা কেমন আছে। কে কোথায় আছে। আমি খোঁজখবর জানানোর পর তিনি নিজ থেকেই আমাকে একটা তালিকা করে দিতে বললেন। তিনি কিছু আর্থিক সাহায্য করতে চাচ্ছিলেন।’
মরণ ব্যাধি করোনার কালো থাবায় পুরো দেশ রয়েছে অঘোষিত লকডাউন। যে কারণে বেশিরভাগ শ্রমজীবী মানুষ বেকার হয়ে পড়েছেন। তাই তারা আর্থিক সংকটে পড়েছেন। ব্যাপারটি মাথায় রেখেই মুশফিক এবার সাহায্যের হাত বাড়িয়েছেন নেট বোলারদের দিকে। এ ব্যাপারে এ তারকা ব্যাটসম্যান বলেন, ‘ছোট্ট একটা প্রয়াস, এর বেশি কিছু না। আমি অনুরোধ করি অন্যরাও এগিয়ে আসবেন। সমাজে অনেকেই আছে যাদের সহায়তা অনেক দরকার।’
Discussion about this post