ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাসের বিস্তাররোধে বিশ্বের প্রায় সব দেশেই চলছে লকডাউন। বাংলাদেশেও একই অবস্থা। কিন্তু এরফলে সবার মধ্যে নেমে এসেছে স্থবিরতা, আর তাতে কর্মহীন হয়ে পড়ছেন অনেক মানুষ। এসব মানুষদের সাহায্যে এগিয়ে আসছেন অনেকেই। বাদ যাননি ক্রিকেটাররাও। এই তো দুই দিন আগেই তাদের পাশে দাঁড়াতে সাকিব আল হাসান পরামর্শ দেন, ক্রিকেটারদের ব্যাট, জার্সি, ক্রিকেট সামগ্রী নিলামে তোলার। এবার সবার আগে সেই কাজটিই করতে যাচ্ছেন মুশফিকুর রহিম। যে ব্যাটটি দিয়ে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেন মুশফিক, দুস্থ মানুষদের সাহায্যে সেই ব্যাটটি নিলামে তোলার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছেন তিনি। নিলাম থেকে পাওয়া পুরো অর্থ দুস্থ-অসহায় মানুষদের সাহায্যে খরচ করা হবে।
ক্রিকেটারদের কোন সামগ্রী নিলামে তোলার কোন প্ল্যাটফর্ম নেই দেশে। তাই বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে মুশফিকের বিভিন্ন বিষয় তদারকি করা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি নিবকো। নিবকোর একজন কর্মকর্তা জানিয়েছেন, কীভাবে নিলামে তুললে প্রক্রিয়াটা ভালো হবে, সেটা নিয়ে কাজ করছেন তারা। ব্যাটটির ভিত্তিমূল্য রাখারও চিন্তা-ভাবনা করছেন তারা।
কেবল মুশফিকই নন, আরও কয়েকজন ক্রিকেটার তাদের ক্রিকেট সামগ্রী নিলামে তোলার চিন্তা-ভাবনা করছেন। এমনটাই জানিয়েছেন মুশফিকের বিভিন্ন বিষয় তদারকি করা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি নিবকোর ঐ কর্মকর্তা, ‘মুশফিকের ব্যাট নিলামে ওঠার সম্ভাবনা খুব বেশি। আমরা সেই চেষ্টা করছি। তবে এটা এখনও প্রাথমিক পর্যায়ে। শুধু মুশফিকই নন, আরও কয়েকজন ক্রিকেটার আছেন এখানে। তাদের সাথে আমাদের কথাবার্তা চূড়ান্ত। ই-কমার্স যারা করে, তাদের সাথে যুক্ত হয়ে আমরা এটা করতে চাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘ভালো একটা সুযোগ পেলেই এই কার্যক্রম শুরু করব। মুশফিকের ব্যাটটির মূল্য প্রত্যাশিত না হলে ব্যাটটির গাম্ভীর্য থাকে না। এ কারণেই আমরা ভাবছি উন্মক্ত মূল্য রাখব নাকি ভিত্তিমূল্য রাখব। এটা নিয়ে আমরা কাজ করছি। তবে আমরা যে এটা করতে যাচ্ছি, সেটা মোটামুটি চূড়ান্ত।’
যে ব্যাটটি নিলামে তোলার কথা বলা হচ্ছে, সেটি দিয়েই বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিক। ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে ২০০ রানের ইনিংস খেলে আউট হন বাংলাদেশ ক্রিকেটের রেকর্ড বইয়ে নতুন পাতা যোগ করা ডানহাতি এই ব্যাটসম্যান।
করোনাভাইরাস মোকবিলায় শুরু থেকেই কাজ করছেন মুশফিক। সর্বশেষ বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ২০০ পিপিই (পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট), হ্যান্ড গ্লাভস ও মাস্ক দিয়েছেন দিয়েছেন তিনি। এবার নিজের সবচেয়ে পছন্দের ব্যাটটিই তিনি তুলছেন নিলামে।
Discussion about this post