ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিশ্বসেরা অলরাউন্ডার। ব্যাট-বল হাতে এরইমধ্যে অসাধারণ সব কৃীতি গড়েছেন। যদিও বর্তমান সময়ে সাকিব আল হাসান রয়েছেন আইসিসির নিষেধাজ্ঞায়। তারপরও তাকে ভুলে যাননি ভক্তরা। ঠিকই ৩৩তম জন্মদিকে এ তারকাকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভ জন্মদিন মিস্টার অলরাউন্ডার সাকিব।
সাকিব ১৯৮৭ সালের এ দিনে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন। আজ ৩৩ বছরে পা দিলেন বাংলাদেশি পোস্টারবয়।
২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের অভিষেক হয়। একই বছর একই প্রতিপক্ষের বিপক্ষেই খুলনায় টি-টোয়েন্টি ও পরের বছর চট্টগ্রামে ভারতের বিপক্ষে টেস্টে অভিষেক হয় এ তারকার। এখন পর্যন্ত ২০৬ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে সাকিব রান করেছেন ৬৩২৩। ৫৬ টেস্টে রান করেছেন ৩৮৬২ এবং ৭৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান ১৫৬৭।
টেস্টে উইকেট সংখ্যা ২১০, বাংলাদেশের সর্বোচ্চ। ওয়ানডে ক্রিকেটে উইকেট সংখ্যা ২৬০। টি-টুয়েন্টি ক্রিকেটে উইকেট সংখ্যা ৯২, বাংলাদেশের সর্বোচ্চ এবং বিশ্ব ক্রিকেটে তৃতীয়।
নিষেধাজ্ঞার কয়েকমাস ধরেই ক্রিকেটের বাইরে আছেন সাকিব। এক বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়ে অংশ নিতে পারছেন না আন্তর্জাতিক ক্রিকেটে। সব কিছু ঠিক থাকলে এ বছরের অক্টোবরে মাঠের ক্রিকেটে দেখা যেতে পারে।
Discussion about this post