ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গোটা বিশ্ব যেখানে করোনাভাইরাস নিয়ে আতঙ্কে, সেখানে বাংলাদেশে খেলা থেমে নেই। রোববার থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু প্রিমিয়ার ক্রিকেট লিগ। অবশ্য পরিস্থিতির কারণে বেশ সতর্ক ক্রিকেটাররা। ‘হাই ফাইভ’ বা ‘হ্যান্ডশেক’ করা নিষেধ। কিন্তু অভ্যাসবশত সেটি হয়ে যাচ্ছে। করোনাভাইরাস নিয়ে সতর্কতা-সচেতনার ছাপ থাকলেও শঙ্কাও ছিল।
প্রিমিয়ার লিগের প্রতিটি দলের কোচ, অধিনায়ক, ম্যানেজারদের নিয়ে সভায় করোনাভাইরাস নিয়ে সতর্ক থাকার ও সচেতন হওয়ার কথা বিস্তারিত জানিয়ে দেয় লিগের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস।
আবাহনীর হয়ে খেলা মুশফিক জানালেন, তাদেরকে দেওয়া হয় সতর্কতামূলক পরামর্শ। মুশি বলেন, ‘দেখুন, হ্যান্ডশেক করতে নিষেধ করা হয়েছে। পানি পানের বিরতিতে একটু দূরে দূরে থাকতে বলা হয়েছে সবাইকে। সবাই চেষ্টা করছে নিদের্শনা অনুসরণ করতে। পানির বোতলও প্রত্যেকে আলাদা ভাবে পান করছে। সচেতন থেকে খেলার চেষ্টা করছি আমরা।’
যদিও এরপরও থেমে নেই করমর্দন, হাই ফাইভ। মুশফিক বললেন, অভ্যাসগুলো বদলাতে সবার একটু সময় লাগবে। জানান, ‘এটাই স্বাভাবিক, মাঝে মাঝে আমরা সবাই ভুলে যাই। এখনও অভ্যস্ত হইনি সবাই। তবে এটি নিয়ে সবাই একটু শঙ্কিত। চেষ্টা করছি যতটুকু সচেতন ও সতর্ক থাকা যায়।’
একইসঙ্গে ভক্তদেরও পরামর্শ দিলেন মুশফিক। বলেন, ‘দেখুন, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচে দেখেছি, মাঠে দর্শক কেউ নেই। বল গ্যালারিতে যাচ্ছে, লকি ফার্গুসন নিজে গিয়ে বল কুড়িয়ে আনছে। সেখানে বাংলাদেশের মানুষ তো ক্রিকেট পাগল। তারা যেন সচেতন থাকেন। গ্যালারিতে বসলেও যেন দূরত্ব বজায় রাখেন। মাস্ক ব্যবহার যেন করেন সবাই।
একজনের হলে অন্যজন আক্রান্ত হতে পারে। আমি মনে করি, তাদের অবশ্যই সচেতন থাকা উচিৎ। তারা যদি আমাদের ভালোবাসতে পারে, আমাদেরও তাদেরকে ভালোবাসা উচিৎ। আমার অনুরোধ থাকবে, সবাই যেন সচেতন থাকেন।’
Discussion about this post