ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তিনিই যে দেশের সেরা ব্যাটসম্যান তার প্রমাণ বারবারই দিয়ে যাচ্ছেন মুশফিকুর রহিম। রোববার দুর্দান্ত সেঞ্চুরিতে মাতালেন বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ মৌসুমের প্রথম দিন আবাহনীর হয়ে অভিষেক স্মরণীয় করে রাখলেন মুশি। পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৮১ রানে হারিয়ে শিরোপা ধরে রাখার যাত্রা শুরু করল বর্তমান চ্যাম্পিয়নরা।
রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুশফিক খেললেন ১২৪ বলে ১২৭ রানের অসাধারণ ইনিংস। আবাহনী করে৫০ ওভারে ২৮৯ রান। পারটেক্স আটকে যায় ২০৮ রানে।
আবাহনীর জার্সিতে পেয়েছেন সেঞ্চুরি। অধিনায়ক মুশফিক বলছিলেন, ‘আলহামদুলিল্লাহ ভালো লাগছে। বাংলাদেশে আবাহনী শীর্ষ দল। শুরুটা ভালো হওয়ায় ভালো হয়েছে। প্রথম ম্যাচ ছিল, সবাই একটু নার্ভাস ছিল, এটাই স্বাভাবিক। চ্যাম্পিয়ন দলের ওপর সব সময় চাপ থাকে। আবাহনী জেতার জন্য খেলে। দিন শেষে দল জিতেছে এটাই আনন্দের।’
দলের দুঃসময়ে খেলতে পেরে খুশি মুশফিক। আবাহনীর ক্যাপ্টেন দিন শেষে বলেন, ‘সব সময় এই চাপগুলো আমি উপভোগ করি। এই জিনিসগুলো উপভোগ করলে খেলোয়াড় হিসেবে আরও দুই ধাপ এগিয়ে যাওয়া যায়। আমি সব সময় এটা উপভোগ করি। শুধু আবাহনীর জন্যই না, যে পর্যায়েই খেলি ঘরোয়া বা আন্তর্জাতিক ম্যাচ…আমার দলের জয়ে আমার অবদান যেন বেশি থাকে এটাই মাথায় থাকে। ’
সংক্ষিপ্ত স্কোর:
আবাহনী: ৫০ ওভারে ২৮৯/৭ (লিটন ০, নাঈম ০, শান্ত ১৫, মুশফিক ১২৭, বিপ্লব ১৪, আফিফ ৩, মোসাদ্দেক ৬১, সাইফ ৩৯*, তাইজুল ১৭*; রনি ৯-১-৭২-১, জয়নুল ১০-৫-২৮-৩, শাহবাজ ৯-০-৫৯-১, ইফতেখার ৪-০-১৪-০, তাসামুল ৫-০-২৯-২, মইন ৯-০-৬৫-০, নাজমুল মিলন ৪-০-২১-০)।
পারটেক্স: ৪৮.৪ ওভারে ২০৮ (হাসানুজ্জামান ৮, আব্বাস ৪, সায়েম ২৪, তাসামুল ৪৩, মইন ৫, ধীমান ৩৬, নাজমুল মিলন ৫৩, ইফতেখার ৩, শাহবাজ ৫, জয়নুল ১৪, রনি ১*; সাইফ ৯-০-৪২-১, মেহেদি রানা ৯.৪-০-৫৫-৪, মোসাদ্দেক ৩-২-৬-১, সানি ১০-১-২৫-১, তাইজুল ১০-০-৩০-০, বিপ্লব ৬-০-৪৪-১, আফিফ ১-০-৪-০)।
ফল: আবাহনী ৮১ রানে জয়ী
ম্যাচসেরা: মুশফিকুর রহিম
Discussion about this post