ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এশিয়া একাদশ ও অবশিষ্ট বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছিল। কিন্তু করোনা-আতঙ্কে আপাতত ম্যাচ দুটি স্থগিত করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। এ উপলক্ষে আয়োজিত কনসার্টও হচ্ছে না। বুধবার মিরপুরে সংবাদ সম্মেলনে ব্যাপারটি নিশ্চিত করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এরআগে গত রোববার নাজমুল হাসান জানিয়েছিলেন, ২১ ও ২২ মার্চ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে এশিয়া একাদশ ও অবশিষ্ট বিশ্ব একাদশ। তার আগে ১৮ মার্চ হবে এ আর রহমানের কনসার্ট। কিন্তু গত কয়েকদিন করোনা পরিস্থিতি দেখে সরকারের সঙ্গে আলোচনার পরই বুধবার ম্যাচ ও কনসার্ট স্থগিতের সিদ্ধান্ত জানিয়ে দিল বিসিবি।
বুধবার বিসিবি সভাপতি জানিয়েছেন, মাসখানেক পর পরিস্থিতি উন্নতি হলে নতুন করে ম্যাচ ও কনসার্টের সূচি নিয়ে আলোচনা করবেন, ‘আমাদের হাতে দুটি বিকল্প ছিল। ১৮ তারিখে এ আর রহমানের একটি কনসার্ট করার কথা। সেটি আমরা ছোটভাবে করতে পারতাম। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি, বড়ভাবেই করতে চাই। সেজন্য ছোটভাবে না করে এটিকে পিছিয়ে দিয়েছি। ১৮ তারিখে হচ্ছে না। পরিস্থিতি উন্নতি হলে পরবর্তিতে কোনো সময় আয়োজন করব।’
বিসিবি সভাপতি আরও বলেন, ‘ আগামী ২১ ও ২২ মার্চ যে দুটি ম্যাচ ছিল, সেই ম্যাচ দুটি নিয়েও সমস্যা হচ্ছে। সব ক্রিকেটার এখানে এসে খেলতে পারবে, এমন কোনো কথা নেই। খেলে যে আবার ফিরে যেতে পারবে, সেই নিশ্চয়তা নেই। অনেকগুলো প্রতিবন্ধকতা এসেছে অনেক জায়গা থেকে। সেজন্য আমরা এটিও পিছিয়ে দিয়েছি। সামনে মাসখানেক পর পরিস্থিতি বুঝে আবার সিদ্ধান্ত নেব।’
চলতি মাসের শেষেই একটি টেস্ট ও একটি ওয়ানডে খেলতে করাচিতে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। করোনাভাইরাস শঙ্কায় সেখানে এর মধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। বিসিবি সভাপতি জানালেন, শিগগিরই আলোচনায় বসে সিদ্ধান্ত নেবেন পাকিস্তান সফর নিয়ে।
আসছে রোববার থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। মাঠের স্বল্পতায় আসছে লিগের প্রথম তিন রাউন্ডের খেলা হবে চট্টগ্রাম ও কক্সবাজারে। ঢাকার বাইরে ভ্রমণ নিয়ে শঙ্কা আছে কোনো কোনো দলের। তবে বিসিবি সভাপতি জানালেন, লিগ বন্ধ করার কোনো ভাবনা তাদের নেই। বলেন, ‘লিগের ম্যাচে তো এমনিতেই দর্শক বেশি হয় না। তারপরও আমাদের চেষ্টা থাকবে মাঠে বড় জমায়েত না করার। খেলা চালিয়ে যাওয়া হবে।’
Discussion about this post