ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একদিন আগেই ক্রিকেটারদের সঙ্গে সাদা ও লাল বলে আলাদা আলাদা চুক্তির ব্যাপারটি প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু এরপরই সেখানে সৌম্য সরকারের নাম না দেখে সবাই অবাকই হন। তবে সোমবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন সৌম্য। ক্রিকেটারদের তালিকা কাটছাঁট করতে গিয়েই নাকি এ বাঁহাতি ভুলে বাদ পড়ে ছিলেন।
গতকাল বিসিবির সভার পর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় চুক্তিবদ্ধ ১৬ ক্রিকেটারের নাম। সৌম্যর নাম সেখানে সে সময় ছিলো না। তবে সোমবার নিজেদের ভুল স্বীকার করে নিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। তার মানে এখন বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা ১৭টি।
গত বছরের চুক্তিতেও ছিলেন না সৌম্য। তবে গত ১২ মাস জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন তিনি। নিজেকে প্রমাণও করেছিলেন এ বাঁহাতি। তাই এবার নতুন চুক্তিতে তার থাকা নিশ্চিতই ছিল।
শুধু এখন নয় সামনের পরিকল্পনায়ও সৌম্য নির্বাচকদের ভাবনায় বেশ ভালোভাবেই আছেন বলে জানিয়েছেন নান্নু, ‘সৌম্য চুক্তিতে ফিরছে, সাদা বলের চুক্তিতে তাকে রাখা হয়েছে। এবার যেহেতু দুই বলের জন্য আলাদা চুক্তি করা হয়েছে এবং অনেক ঘাটাঘাটি করতে হয়েছে, কাটছাঁট করতে গিয়ে বাদ পড়ে গিয়েছিল সৌম্যর নাম।’
এদিকে নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান, ইমরুল কায়েস, রুবেল হোসেন, আবু হায়দার রনিরা। মাশরাফি বিন মুর্তজা অনুরোধ জানিয়ে রাখায় তার নাম কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়নি।
এদিকে বিসিবির চুক্তিতে নতুন পাঁচজন ক্রিকেটারের জায়গা হয়েছে। তারা হলেন নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুন, এবাদত হোসেন, আফিফ হোসেন ধ্রুব ও নাঈম শেখ।
বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার:
তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, আফিফ হোসেন ও নাঈম শেখ।
Discussion about this post