ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ভারতীয় ক্রিকেটে পরিচিত এক নাম ওয়াসিম জাফর। যদিও জাতীয় দলের হয়ে তেমন কিছুইা করা হয়নি। তিনি ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি। ১৯৯৬ সালে প্রথম শ্রেণির ক্রিকেট দিয়ে শুরু করা এই ব্যাটসম্যান এবারা অবসর নিলেন। ইতি টানলেন ২৪ বছরের ক্যারিয়ারের।
৪২ বছর বয়সী সাবেক এই ওপেনার শনিবার বললেন গুডবাই। যার ১৯৯৬-৯৭ মৌসুমে প্রথম শ্রেণীর ক্রিকেটে বিসিবির হাই পারফরম্যান্স একাডেমির সাবেক ব্যাটিং কোচ জাফরের যাত্রা শুরু। তিনিই রঞ্জি ট্রফির সর্বাধিক ম্যাচ (১৫৬) খেলার রেকর্ডের মালিক।
২০০০ সালে দক্ষিণ আফ্রিকায় টেস্ট অভিষেক হওয়া জাফর এই ফরম্যাটে খেলেন ২০০৮ সাল পর্যন্ত। দেশের হয়ে ৩১ টেস্টে ৫ সেঞ্চুরি ও ১১ হাফ সেঞ্চুরিতে করেন প্রায় দুই হাজার রান। টেস্ট অভিষেকের ৬ বছর পর ওয়ানডেতে যাত্রা। খেলেন মাত্র ২ ম্যাচ।
ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটে ৯১ সেঞ্চুরি ও ৫৭ ফিফটিতে ১৯ হাজার ৪১০ রানের মধ্যে ১২ হাজারের বেশি রান এসেছে জাফরের ব্যাটে। লিস্ট ‘এ’ ক্রিকেটে খেলেন ১১৮ ম্যাচ। করেন ১০ শতরানে ৪,৮৪৯ রান। রঞ্জি ট্রফির সর্বাধিক রান (১২,০৩৮) সর্বোচ্চ সেঞ্চুরি (৪০) ও সবচেয়ে বেশি ক্যাচ (২০০) নেওয়ার রেকর্ডও জাফরের। দুলীপ ট্রফি (২৫৪৫) ও ইরানি কাপের (১২৯৪) সর্বাধিক রান করেন তিনি।
Discussion about this post