ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ম্যাচ মানেই একের পর এক ব্যর্থতার গল্প। মাঠের ক্রিকেটে একের পর এক ব্যর্থতার গল্পই লিখতে হচ্ছে। এবার হতাশার বৃত্ত থেকে বেরিয়ে আসার পালা। মিরপুরের শেরেবাংলায় শনিবার সকাল সাড়ে নয়টা থেকে শুরু হতে যাচ্ছে আরেক মিশন। একমাত্র টেস্ট ম্যাচে প্রতিপক্ষ জিম্বাবুয়ে। এই লড়াইয়ের আগে শুক্রবার সংবাদ সম্মেলনে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও অধিনায়ক মুমিনুল হক শোনালেন আশাবাদী কথা!
যদিও সাদা পোশাকের ক্রিকেটে কেন এমন দৈনদশা সেই প্রসঙ্গটাও মনে করালেন রাসেল ডমিঙ্গে। টাইগার কোচ বলেন,
‘আমাদের দলটি বেশ অনভিজ্ঞ। মিডিয়াকে ক্রিকেটারদের প্রতি ধৈর্যশীল হতে হবে। তাদেরকে সুযোগ দিতে হবে। বিশ্বের সবচাইতে অনভিজ্ঞ দল এটা। এই দল নিয়ে যদি আপনি ভারত এবং পাকিস্তানের মতো দলের বিরুদ্ধে প্রতিযোগিতা করেন এক দিনের প্রস্তুতি নিয়ে সেটা অনেক কঠিন। তাই ছেলেদের প্রতি ধৈর্য রাখতে হবে। এখানে দর্শক এবং গণমাধ্যমের সমর্থন অনেক জরুরী।’
একই সঙ্গে ডমিঙ্গো বলেন, ‘দেখুন, বাংলাদেশের মানুষ ক্রিকেটের জন্য পাগল। একই সঙ্গে মিডিয়ার সম্পৃক্ততা অবিশ্বাস্য। দল তাদের (সমর্থক) প্রত্যাশা অনুযায়ী ভালো খেলতে পারছে না। তবে মানুষকে বুঝতে হবে যে আমাদের দলটি অনেক তরুণ। আপনি বর্তমান টেস্ট দলটিকে দেখুন। শান্ত ৩টি টেস্ট খেলেছে, সাইফ দ্বিতীয় টেস্ট খেলতে নামছে। রাহীকে দেখতে ৪০ এর মতো মনে হলেও সে মাত্র ৭টি টেস্ট খেলেছে। এটি খুবই অনভিজ্ঞ একটি টেস্ট দল। আপনার যে অধিনায়ক আছে সে ভারত এবং পাকিস্তানের মতো দলের বিপক্ষে অধিনায়কত্ব করেছে।’
স্ট অধিনায়ক মুমিনুল হক বলেন, ‘দেখুন একটা দলে সিনিয়র ক্রিকেটার না থাকা মানে দুঃশ্চিন্তা থাকে। ওই হিসাবে চিন্তা করলে আমার কাছে মনে হয় মুশফিক ভাই আসছে, অধিনায়ক হিসেবে অনেক বেশি স্বস্তিদায়ক আমার জন্য। আমার আত্মবিশ্বাস বাড়ছে।’
সব মিলিয়ে জিম্বাবুয়ের চেয়ে বেশ এগিয়ে বাংলাদেশ। যদিও টেস্ট পরিসংখ্যানে এগিয়ে সফরকারীরা। তবে ব্যাপারটিকে এনিয়ে ভাবেন না মুমিনুল। তিনি বলেন, ‘আমি যখনই যে দলের বিপক্ষেই নামি সবসময় জেতার জন্যই নামি। আর এই ম্যাচটাও জেতার জন্যই নামবো। অবশ্ই আশাবাদী, আশা না থাকলে তো হবে না। সঙ্গে বিশ্বাসও আছে। ইনশাল্লাহ কালকে ভালো ক্রিকেট খেলবো বলে আমরা আশাবাদী।’
এখন অব্দি ১৬টি টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে জিতেছে ৭টিতে। বাংলাদেশের ৬টি। বাকি ৩ টেস্ট ড্র। তবে, দেশের মাটিতে ৯ ম্যাচের ৫টিতে জয় আছে টাইগারদের।
Discussion about this post