ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তারা দেশকে এনে দিয়েছেন প্রথমবারের মতো বিশ্বকাপ। স্বপ্নপূরণ হয়েছে বাংলাদেশের। তার পথ ধরে এবার সেই যুব ক্রিকেটারদের সম্মানিত করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ট্রফি নিয়ে বুধবার দেশে ফিরেছে দল। আর ফিরেই পেয়েছে রাজকীয় সংবর্ধনা।
এই সম্ভাবনাময় এই ক্রিকেটারদের ধরে রাখতে বিসিবি নিয়েছে উদ্যোগ। বোর্ড প্রধান নাজমুল হাসান জানান, অনূর্ধ্ব-২১ দল শুরু করতে যাচ্ছেন তারা। এর শুরুটা হবে এবারের যুব বিশ্বকাপজয়ী দলটির খেলোয়াড়দের দিয়ে।
মাসে এক লাখ টাকা করে বেতন পাবেন আকবর আলী-তৌহিদ হৃদয় ও শরিফুল ইসলামরা। যা কেন্দ্রীয় চুক্তিতে থাকা রুকি খেলোয়াড়দের চেয়ে বেশি।
নাজমুল হাসান বলেন, ‘যুব ক্রিকেটারদের বলেছি, আর্থিক কিছু নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। শুধু খেলায় মনোযোগ দেওয়ার জন্য বলেছি। অনূর্ধ্ব-১৯ দল এসেছে, এদের থেকে হাই পারফরম্যান্স ইউনিটে (এইচপি) যেতে পারতো অনেকে। বাকিরা কিন্তু অনেকেই হারিয়ে গেছে। আমরা ঠিক করেছি অনূর্ধ্ব-২১ একটা ইউনিট গঠন করব। এই অনূর্ধ্ব-১৯ দলকে আরও দুই বছর বিশেষ অনুশীলনের ব্যবস্থা করব আমরা।’
ক্রিকেটারদের আর্থক বিষয়টা এখন থেকে বিসিবি দেখবে। পাপন জানান,’ওদের স্কিল নিয়ে কাজ করা হবে। এই দুই বছর তাদের প্রত্যেকে প্রতি মাসে ১ লাখ টাকা করে বোর্ড থেকে পাবে। যেটা আগে কখনও হয়নি। এটা দুই বছরের চুক্তি, এরপর নতুন করে চুক্তি করা হবে। যদি আমরা দেখি ওরা উন্নতি করছে, ভালো করছে, অবশ্যই এটাকে রিনিউ করা হবে। কারো মধ্যে যদি দেখি উন্নতি হচ্ছে না, তাকে চুক্তি থেকে বাদ দেওয়া হবে।’
বুধবারই যুবাদের বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী, কোচ নাভিদ নেওয়াজ ও বিসিবি প্রধান নাজমুল হাসান সংবাদ সম্মেলন করেন। বিসিবি সভাপতি বলেন, ‘তাদের অনেক কথাই বলেছি। সব তো আপনাদের বলা যাবে না। তবে ওদের বলেছি যে সুপার স্টার হওয়া যাবে না। সুপার স্টার হওয়ার চিন্তা মাথায় আনলেই ক্যারিয়ার শেষ। ভালো করলে এমনিতেই সুপার স্টার হয়ে যাবে।’
Discussion about this post