ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিশ্বকাপ মিশনে অস্ট্রেলিয়ার পথে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে রোববার সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর ছেড়েছে সালমা খাতুনের দল। ২৪ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে নারী দলের বিশ্বকাপ মিশন। ২৭ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দল।
২৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচ। ২ মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে সালমার দল। টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গী দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও থাইল্যান্ড।
দেশ ছাড়ার আগে পেসার জাহানারা আলম জানালেন এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের ভবিষ্যতের গতিপথ ঠিক করে দেবে। তিনি বলেন, ‘আমাদের এবার লক্ষ্য হচ্ছে, সামনে যেন টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য বাছাইপর্বে খেলতে না হয়। (এটা করতে) সর্বোচ্চ আমাদের দুটি ম্যাচ জিততে হবে, ওই লক্ষ্য নিয়েই আমরা বিশ্বকাপে যাচ্ছি।’
চতুর্থবার বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন সালমা। তিনি জানান, ‘অনেক ভালো লাগছে যে প্রত্যেকটা বিশ্বকাপেই নেতৃত্ব দিচ্ছি। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আমি চেষ্টা করব আমার সেরাটা দেওয়ার জন্য। সব মেয়েদের কাছ থেকে যেন ভালোভাবে সেরাটা আদায় করে নেওয়া যায়।’
এই মিশনের আগে জাহানারা জানাচ্ছিলেন, ‘দেখুন, আমরা মনে করছি, এটা আমাদের ভবিষ্যৎ ঠিক দেওয়ার টুর্নামেন্ট। এখানে যদি আমরা ভালো করতে পারি আমার মনে হয়, আর মহিলা ক্রিকেটকে পেছনে ফিরে তাকাতে হবে না। একটা ম্যাচ যদি জিতি, তাহলে র্যাকিংয়ে চলে আসবো। আমাদের লক্ষ্য দুটি ম্যাচ জেতা।’
বাংলাদেশ দল-
সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ (সহ-অধিনায়ক), জাহানারা আলম, শামিমা সুলতানা, মুর্শিদা খাতুন হ্যাপি, আয়েশা রহমান, নিগার সুলতানা জ্যোতি, সানজিদা ইসলাম, খাদিজাতুল কুবরা, পান্না ঘোষ, ফারজানা হক পিংকি, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, ঋতু মণি ও সোবহানা মোস্তারি।
স্ট্যান্ডবাই: শায়লা শারমীন, সুরাইয়া আজমীন, লতা মন্ডল, পূজা চক্রবর্তী ও রাবেয়া।
Discussion about this post