ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগামী মাসেই শুরুতে পাকিস্তান সফরে টেস্ট খেলতে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু তার আগে টাইগাররা পাচ্ছে না কোন অনুশীলন ক্যাম্প। তবে শুক্রবার থেকে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) অষ্টম আসরের মধ্যে দিয়েই সেই ঘাটতি পূরণে সুযোগ পাচ্ছে ক্রিকেটাররা। ব্যাপারটি ইতিবাচক হিসেবেই দেখছেন লাল-সবুজদের টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
শুক্রবার মধ্যাঞ্চল ও পূর্বালের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিসিএলের অষ্টম আসর। পুর্বাঞ্চলের নেতৃত্ব দেবেন মুমিনুল হক এবং মধ্যাঞ্চলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাজমুল হোসেন শান্ত। অন্যদিকে দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলের ম্যাচও হবে।
ইসলামি ব্যাংক ইস্ট জোনের হয়ে এবার খেলবেন মুমিনুল। অন্য দলগুলোর মতো তার দলেও রয়েছে জাতীয় দলের তারকা ক্রিকেটাররা। তাই এ টুর্নামেন্ট বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করেন মুমিনুল, ‘টেস্টের আগে ভালো একটা প্রস্তুতি দরকার ছিল। আমার মনে এজন্য বিসিএল ভালো হবে। যেকোন আন্তর্জাতিক ম্যাচের আগে একটা টুর্নামেন্ট খেলে কাজে দেয়।’
বিসিএলের মাধ্যমে জাতীয় দলের ক্রিকেটারদের দেখার সুযোগ পাবেন মুমিনুল। অধিনায়ক হিসেবে সবার পারফর্মও তাই তিনি মূল্যয়ানের সুযোগ পাচ্ছেন। এজন্য বিসিএলকে গুরুত্বপূর্ণ বলছেন মুমিনুল, ‘একজন অধিনায়ক হিসেবে ব্যাপারটি ভালোভাবে দেখতে পারবো যে কে কীভাবে খেলছে। আমার জন্য এটা একটা ভালো সুযোগ।’
পাকিস্তান সফরের আগে অনুশীলনের চেয়ে ম্যাচ খেলে প্রস্তুতি নেয়াকে ভালো বলে মনে করছেন মুমিনুল,‘অনুশীলনের চেয়ে ম্যাচ খেলা গুরুত্বপূর্ণ। অনুশীলনের চেয়ে ম্যাচ খেলা বেশি কাজে দেয়। এখানে ফিল্ডিংটা বেশি কাজে দেয়। অনুশীলনে সারাদিন ফিল্ডিং নিয়ে কাজ করার চেয়ে ম্যাচে ৯০ ওভার ফিল্ডিং করাটা একজন ক্রিকেটারের শারীরিক সক্ষমতার পরীক্ষা নেয়। বোলারদের মধ্যে কেউ নতুন অথবা পুরনো বলে কিংবা ভেজা ঘাসে বোলিং করবে এটা অনেক কাজে দেয়।’
আগামী ৪ ফেব্রুয়ারি পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। ৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে গড়াবে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট।
Discussion about this post