ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সেই ২০১৪ সাল থেকে বাংলাদেশ ক্রিকেট দলের ট্রেনার হিসেবে কাজ করছিলেন। এরমধ্যে একবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কাজ করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু টাইগারদের দায়িত্বে থাকায় পারেননি। তবে এবার আর সানরাইজার্স হায়দ্রাবাদের প্রস্তাবটা হাতছাড়া করেননি মারিও ভিল্লাভারায়ন। বুধবারই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পদত্যাগপত্রটা জমা দিয়ে দিয়েছেন তিনি। তাই ঘরের মাঠে আগামী মাসে অনুষ্ঠেয় জিম্বাবুয়ে সিরিজটিই হবে টাইগারদের সঙ্গে এ শ্রীলঙ্কানের শেষ কাজ।
গেল বিশ্বকাপের পরপরই বাংলাদেশ দলের সঙ্গে নতুন করে চুক্তি করেছিলেন মারিও। কিন্তু নির্ধারিত সময় পর্যন্ত টাইগারদের সঙ্গে আর থাকতে পারছেন না তিনি। আইপিএল দল হায়দ্রাবাদের সঙ্গে তিন বছরের চুক্তি হওয়ায় আইপিএলকে বেছে নিয়েছেন এই শ্রীলঙ্কান। বৃহস্পতিবার এ ব্যাপারে মারিও জানিয়েছেন, ‘হায়দ্রাবাদের সঙ্গে আমার দীর্ঘমেয়াদি চুক্তি হয়েছে। বিসিবির সঙ্গে আমার চুক্তি আগামী দুই বছরের জন্য। এমন না যে আমি বাংলাদেশে কাজ করতে চাই না। কিন্তু আইপিএলের সময়টা অনেক ম্যাচ থাকবে বাংলাদেশের।’
মারিও চেয়েছিলেন বাংলাদেশের পাশাপাশি আইপিএলের দলও চালাতে। কিন্তু বিসিবি সে সুযোগ দিতে চায় না। এ ব্যাপারটি তিনি আলোচনা করে জেনেই চাকুরি ছাড়তে বিসিবিকে পদত্যাগপত্র দিয়েছেন। এ ব্যাপারে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘সে ওই সময়টুকু আইপিএলে কাজ করতে চেয়েছিল। আমরা ওই সময়টা দিতে পারব না। তাই ওর সঙ্গে আমরা পারস্পরিক সমঝোতায় এসেছি। আমরা কোচিং স্টাফের কোনো সদস্যকে ঘরোয়া প্রতিযোগিতায় কাজ করার জন্য ছাড়ি না।’
এরআগে মারিওর স্বদেশি চন্ডিকা হাথুরুসিংহে, রুয়ান কালপাগে, থিলান সামারাবিরার সাথে বিসিবির সম্পর্ক শেষ হয়েছিল বিসিবির।
Discussion about this post