ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শেষ বলে সুযোগ এসেছিল সামনে। কিন্তু প্রয়োজন ছিল ৩ রান। আর সেটি করতে পারলেই প্রথমবারের মতো টি-টুয়েন্টিতে ধরা দিতো শতরান। কিন্তু করতে পারলেন মাত্র ১ রান। তারপরও মুশফিকুর রহিমের ব্যাট থেকে এসেছে তার ক্যারিয়ারসেরা ইনিংস। সঙ্গে মেহেদী হাসান মিরাজের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় খুলনা টাইগার্স। এরপর কুমিল্লা ওয়ারিয়র্সকে উড়িয়ে দেয় খুলনার বোলাররা। অনায়াস জয়ে বঙ্গবন্ধু বিপিএলে শেষ চারের টিকিট পেল খুলনা।
শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৯২ রানে জয় তুলে নেয় মুশফিকের দল। ২১৯ রানের লক্ষ্যে নেমে ৯ উইকেটে ১২৬ রান তুলে কুমিল্লা।
আগের সেরা ৯৬ ছাড়িয়ে ৯৮ রানে অপরাজিত ছিলেন মুশফিক। অধিনায়কের ৫৭ বলের ইনিংসে ছিল ১২টি চার ও তিনটি ছক্কা। মুশির সঙ্গে ১৬৮ রানের জুটি উপহার দেন মিরাজ। ৪৫ বলে তিন ছক্কা ও পাঁচ চারে তুলেন ৭৪ রান। হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে মাঠ ছাড়েন মিরাজ।
ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল না খুলনার। ইনিংসের চতুর্থ বলে এলবিডব্লিউ হয়ে আউট নাজমুল হোসেন শান্ত। রাইলি রুশো তিন ছক্কায় ১১ বলে ২৪ রান। শুরুতে প্রাণ পেয়েছিলেন মুশফিক। ৪ রানে প্রাণ পেয়েছেন তিনি।
সেই সুযোগ কাজে লাগিয়ে ২০ ওভারের ক্রিকেটে সেরা ইনিংস খেলেন মুশি। তিনিই ম্যাচের সেরা।
বঙ্গবন্ধু বিপিএলে শেষ চারে প্রথম নাম লেখায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে রাজশাহী রয়্যালসও উঠে আসে শেষ চারে। ঢাকা প্লাটুনও সমান সংখ্যক ম্যাচে রাজশাহীর সমান পয়েন্ট নিয়ে যোগ দেয় শেষ চারে। শেষ দল হিসেবে যোগ দিয়েছে খুলনা টাইগার্স।
সংক্ষিপ্ত স্কোর-
খুলনা টাইগার্স: ২০ ওভারে ২১৮/২ (শান্ত ৩, মিরাজ আহত অবসর ৭৪, রুশো ২৪, মুশফিক ৯৮*, নাজিবউল্লাহ ৭; ইফরান ৩-০-৩৮-১, আবু হায়দার ৪-০-৫৭-০, মুজিব ৪-০-১৮-১, সৌম্য ৪-০-৩০-০, সুমন ৩-০-৪০-০, ফন সিল ২-০-৩১-০)
কুমিল্লা ওয়ারিয়র্স: ২০ ওভারে ১২৬/৯ (ফন সিল ১০, সাব্বির ০, থারাঙ্গা ৩২, মালান ৮, সৌম্য ১০, ইয়াসির ২০, ফারদিন ২২, আবু হায়দার ৩, মুজিব ২, সুমন, ইফরান; আমির ৪-০-২৪-২, ফ্রাইলিঙ্ক ৪-০-২৫-১, শহিদুল ৪-০-২৭-৩, শামসুর ২-০-১৭-১, আমিনুল ৪-০-১৯-২, শফিউল ২-০-১১-০)
ফল: খুলনা টাইগার্স ৯২ রানে জয়ী
ম্যাচসেরা: মুশফিকুর রহিম
Discussion about this post