ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
রান উৎসব দিয়ে শেষ বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্ব! শুক্রবার দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সঙ্গে লড়াই ঢাকা প্লাটুনের। আরেক ম্যাচে রংপুর রেঞ্জার্স মুখোমুখি খুলনা টাইগার্সের।
চলতি বিপিএলে ইমরুল কায়েসদের বিপক্ষে চট্টগ্রামে ৪৪৬ রানের ম্যাচে ২০৫ রান তুলেও ১৬ রানে হারে মাশরাফি মুর্তজার দল। মুশফিকুর রহিমের দলের বিপক্ষে ৮ উইকেটের ব্যবধানে হেরেছিল মোহাম্মদ নবীর রংপুর। লিগে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিতে চায় ঢাকা ও রংপুর।
সিলেট থান্ডারকে ৮ উইকেটের উড়িয়ে দিয়ে স্বস্তি নিয়ে ফিরেছে মাশরাফির ঢাকা। ঢাকা প্লাটুনের দেশসেরা ওপেনার তামিম ইকবাল, ব্যাটে-বলে গত দুই ম্যাচে উজ্জ্বল মেহেদী হাসান, পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি, লঙ্কান বাঁহতি ব্যাটসম্যান ও ডানহাতি বোলার থিসারা পেরেরার উপর নজর থাকবে। বল হাতে পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ ও লেগস্পিনার শাদাব খান হয়ে উঠতে পারেন প্রতিপক্ষের জন্য আতঙ্ক। অন্যদিকে এখন পর্যন্ত আসরের সবচেয়ে ধারাবাহিক দল চট্টগ্রাম।
চট্টগ্রাম পর্ব শেষে পয়েন্ট টেবিলে ৭ ম্যাচে ৫ জয় ও ২ হার নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে চট্টগ্রাম। তাদের পয়েন্ট ১০। রাজশাহী ও ঢাকা সমান ৮ পয়েন্ট নিয়ে আছে দুই ও তিন নম্বর অবস্থানে। ৬ পয়েন্ট নিয়ে খুলনা আছে চারে। ৪ পয়েন্ট নিয়ে তারপরই আছে কুমিল্লা। ৬ ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে সিলেট থান্ডার আছে ছয়ে। আর সবার নিচে রংপুর। তারা ৫ ম্যাচে জয় পেয়েছে মাত্র ১ ম্যাচে। তাদের পয়েন্টও ২।
গ্রুপপর্বের মোট ৪২ ম্যাচের মধ্যে মাত্র শেষ হয়েছে ২০টি ম্যাচ। লড়াইয়ের উত্তেজনা এখনো টের বাকি!
তৃতীয় পর্বের সূচি-
ঢাকা প্লাটুন-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ২৭ ডিসেম্বর, দুপুর ২টা
খুলনা টাইগার্স-রংপুর রেঞ্জার্স, ২৭ ডিসেম্বর, সন্ধ্যা ৭টা
কুমিল্লা ওয়ারিয়র্স-রাজশাহী রয়্যালস, ২৮ ডিসেম্বর, দুপুর দেড়টা
খুলনা টাইগার্স-সিলেট থান্ডার, ২৮ ডিসেম্বর, সন্ধ্যা সাড়ে ৬টা
রংপুর রেঞ্জার্স-সিলেট থান্ডার, ৩০ ডিসেম্বর, দুপুর দেড়টা
ঢাকা প্লাটুন-রাজশাহী রয়্যালস, ৩০ ডিসেম্বর, সন্ধ্যা সাড়ে ৬টা
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-কুমিল্লা ওয়ারিয়র্স, ৩১ ডিসেম্বর, দুপুর দেড়টা
রাজশাহী রয়্যালস-রংপুর রেঞ্জার্স, ৩১ ডিসেম্বর, সন্ধ্যা সাড়ে ৬টা
Discussion about this post