ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সময়টা কিছুতেই ভাল যাচ্ছে না। অফ ফর্ম তো আছেই সঙ্গে সঙ্গী হয়েছে ইনজুরি। কলকাতায় গোলাপি বলের টেস্টে তো হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দ্বিতীয় ইনিংসে অবসরের পর ব্যাট করতে নামতে পারেন নি। তবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফেরার লড়াইয়ে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
চোট কাটিয়ে মাঠে ফেরার লড়াইয়ে নেমেছেন এই অভিজ্ঞ ক্রিকেট তারকা। বুধবার থেকে শুরু করলেন লড়াই।
মাহমুদউল্লাহ এবারের বিপিএলে খেলবেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে। ১১ ডিসেম্বর শুরু হবে বিশেষ এই বিপিএল। তার আগে মিরপুর একাডেমি মাঠে সতীর্থদের অনুশীলন দেখলেন রিয়াদ। এরপর বললেন, ‘আজ রানিং শুরু করেছি। ভালোভাবেই হয়েছে সবকিছু। হালকা রানিং ছিল, স্রেফ জগিং। সব ঠিক থাকলে আশা করি ২-৩ তিন পর ব্যাটিং শুরু করতে পারব।’
সামনের বুধবার বিপিএলে প্রথম ম্যাচেই মাঠে নামবে মাহমুদউল্লাহর দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সেই ম্যাচেই দলে থাকতে চান তিনি। দলের অধিনায়কও হতে পারেন মাহমুদউল্লাহ।
ভারতের বিপক্ষে কলকাতা টেস্টে ব্যাটিংয়ে রান নেওয়ার সময় হ্যামস্ট্রিংয়ের চোট পান মাহমুদউল্লাহ। মাঠ ছাড়েন খুঁড়িয়ে খুঁড়িয়ে। এরপর স্ক্যানে ধরা পড়ে গ্রেড ওয়ান টিয়ার। দেশে ফিরে সপ্তাহ খানেক বিশ্রামেই কাটালেন।
Discussion about this post