ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ইডেন টেস্টে প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে থাকা স্টিভেন স্মিথের সাথে পয়েন্ট ব্যবধান অনেকটা কমিয়েছেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের চেয়ে পিছিয়ে এ ডানহাতি আছেন কেবল ৩ পয়েন্টে।
বাংলাদেশের বিপক্ষে ইডেন টেস্টে একমাত্র ইনিংসে ১৩৬ রানের ইনিংসে কোহলির পয়েন্ট বেড়েছে ১৬। নতুন র্যাঙ্কিংয়ে তার পয়েন্ট ৯২৮। অন্যদিকে শীর্ষস্থান ধরে রাখলেও পাকিস্তানের বিপক্ষে ব্রিজবেন টেস্টে রান না পাওয়ায় ৬ পয়েন্ট হারিয়েছেন স্মিথ। তার বর্তমান পয়েন্ট ৯৩১।
এদিকে ব্রিজবেনে ক্যারিয়ার সর্বোচ্চ ১৮৫ রানের ইনিংস খেলেছিলেন আরেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মার্নাস লাবুশেন। ২১ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ক্যারিয়ার সেরা ১৪তম অবস্থানে।
নিউজিল্যান্ডের কিপার ব্যাটসম্যান বিজে ওয়াটলিংও ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন। ইংল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে ডাবল সেঞ্চুরি করে ১২ ধাপ এগিয়ে উঠেছেন ১২ নম্বরে। বেন স্টোকস প্রথমবারের মতো উঠে এসেছেন সেরা দশে। তিন ধাপ এগিয়ে তার অবস্থান নবম।
মায়াঙ্ক আগারওয়াল এক ধাপ এগিয়েছেন। প্রথম সেরা দশে উঠে আসা এই ব্যাটসম্যানের অবস্থান দশম। ভারত সফরে ব্যর্থতার ভিড়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে যা একটু সাফল্য এসেছে মুশফিকুর রহিমের ব্যাটে। ইন্দোরের পর কলকাতা টেস্টেও অভিজ্ঞ এই ব্যাটসম্যান পেয়েছেন ফিফটির দেখা। চার ধাপ এগিয়ে ২৬তম অবস্থানে উঠে এসেছেন তিনি।
কিউই পেসার নিল ওয়েগনার বোলারদের র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে উঠে এসেছেন ক্যারিয়ার সেরা তৃতীয় অবস্থানে। তার বর্তমান রেটিং পয়েন্ট ৮১৬। রিচার্ড হ্যাডলি (৯০৯) ও ট্রেন্ট বোল্টের (৮২৫) পর যা নিউ জিল্যান্ডের কোন বোলারের সর্বোচ্চ রেটিং। এদিকে ভারতীয় পেসার ইশান্ত শর্মা তিন ধাপ এগিয়ে আছেন ১৭তম স্থানে। তুলে নিয়েছেন ক্যারিয়ারের সর্বোচ্চ ৭১৬ পয়েন্ট। ক্যারিয়ার সেরা পয়েন্ট পেয়েছেন উমেশ যাদবও। ৬৭২ পয়েন্ট নিয়ে তার অবস্থান ২১তম, এগিয়েছেন এক ধাপ।
Discussion about this post