ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোরে ভারতের কাছে রীতিমতো উড়ে গেল বাংলাদেশ। স্বাগতিকদের কাছে ব্যাটিং ব্যর্থতায় টাইগারারা হেরে তিন দিনেই।
শনিবার ভারতের কাছে ইন্দোর টেস্টে ইনিংস ও ১৩০ রানে হেরেছে বাংলাদেশ। এরফলে দুই ম্যাচের সিরিজে ০-১ ব্যবধানে পেছনে পড়ে গেল মুমিনুল হকের।
টস জেতা ছাড়া ইন্দোর টেস্টে আর কোন কিছুই ঠিক হয়নি বাংলাদেশের। প্রথম দিনের সকাল থেকে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল টাইগাররা। যে কারণে তারা গুটিয়েছিল মাত্র ১৫০ রানে। পরে মায়াঙ্ক আগারওয়ালের ডাবল সেঞ্চুরিতে ভারত ৬ উইকেটে ৪৯৩ রানে ইনিংস ঘোষণা করে। ইনিংস হার এড়াতে তাই বাংলাদেশের দরকা পড়েছিল ৩৪৩ রান। কিন্তু শনিবার দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতায় ২১৩ রানে গুটিয়ে যায় সফরকারীরা। এ জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের ৬ ম্যাচে পুরো ৩০০ পয়েন্ট নিয়ে আপাতত সবার ধরাছোঁয়ার বাইরে ভারত। বাংলাদেশ প্রথম ম্যাচ থেকে পেল না কোনো পয়েন্ট।
শনিবার এক প্রান্ত আগলে রেখে মুশফিক একটু লড়াই করেন। শেষ পর্যন্ত ৭ চারে সর্বোচ্চ ৬৪ রান করে ফেরেন এ ডানহাতি। এদিকে লিটন দাস ওয়ানডে স্টাইলে করেন ৩৯ বলে ৬ চারে ৩৫ রান। শেষদিকে মুশফিককে দারুণ সঙ্গ দেন মেহেদি হাসান মিরাজ। তার ব্যাট থেকে আসে ৩৮ রান। কিন্তু ইনিংস পরাজয় এড়ানোর জন্য তা যথেষ্ট ছিল না।
ইন্দোর টেস্টের দ্বিতীয় ইনিংসের শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বসে বাংলাদেশ। প্রথমে ফেরেন ইমরুল কায়েস। এ বাঁহাতি উমেশ যাদবের আউট সুইং ঠিক মতো খেলতে পারেননি। ব্যাট-প্যাডের ফাঁক গলে উপড়ে দেয় বেলস। কিছুক্ষণ পরই একই স্টাইলে ইশান্ত শর্মার বলে বোল্ড হয়ে ফেরেন আরেক ওপেনার সাদমান ইসলাম। এদিকে মুমিনুল হকও পারেননি নিজেকে মেলে ধরতে। মোহাম্মদ সামির বলে এলবিডব্লিয়ের ফাঁদে পড়েন। তবে চেষ্টা করেছিলেন মোহাম্মদ মিথুন ও মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি তারা। অবিবেচকের মতো শট খেলে সামিকে দু’জনই দিয়ে গেছেন উইকেট।
দ্রুত জোড়া উইকেট হারালেও মুশফিকুর রহিম এক প্রান্ত আগলে লিটন দাসকে নিয়ে খেলেন দারুণ। ৬ষ্ঠ উইকেটে তারা গড়েন ৬৩ রানের জুটি। এরমধ্যে লিটনের অবদান ছিল ৩৫ রান। এরপরই তিনি রবীচন্দ্রন অশ্বিনের বলে কট এন্ড বল্ড হয়ে ফেরেন। পরে মিরাজ খেলছিলেন টেস্ট মেজাজে। সে সুবাদে মুশির সঙ্গে তার জুটিটা বেশ জমেছিল। কিন্তু তাদের জুটির পথচলা ৫৫ রানে থামিয়ে দেন যাদব মিরাজকে বোল্ড করে। এর কিছুক্ষণ পরই মুশি হাফসেঞ্চুরি তুলে অশ্বিনের বলে পূজারাকে ক্যাচ দিয়ে ফেরেন। সঙ্গে সঙ্গে বাংলাদেশও গুটিয়ে যায়।
ভারতের হয়ে ৩১ রানে মোহাম্মদ সামি নেন ৪টি উইকেট। এদিকে অশ্বিন নেন ৪২ রানে ৩টি উইকেট।
এই সিরিজের পরের টেস্ট কলকাতায়, শুক্রবার থেকে। দুই দলের জন্যই সেটি হবে দিন-রাতের প্রথম টেস্ট।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ১৫০
ভারত ১ম ইনিংস: ৪৯৩/৬ (ডি.)
বাংলাদেশ ২য় ইনিংস: ৬৯.২ ওভারে ২১৩ (সাদমান ৬, ইমরুল ৬, মুমিনুল ৯, মিঠুন ১৮, মুশফিক ৬৬, মাহমুদউল্লাহ ১৫, লিটন ৩৫, মিরাজ ৩৮, তাইজুল ৬, আবু জায়েদ ৪, ইবাদত ১*; ইশান্ত ১১-৩-৩১-১, উমেশ ১৪-১-৫১-২, শামি ১৬-৭-৩১-৪, জাদেজা ১৪-২-৪৭-০ অশ্বিন ১৪.২-৬-৪২-৩)।
ম্যাচ সেরা : মায়াঙ্ক আগারওয়াল
Discussion about this post