ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিশ্বকাপ থেকেই টানা খেলার মধ্যে রয়েছেন বিরাট কোহলি। স্বাভাবিকভাবেই কান্তি ভর করেছে তার চোখে মুখে। যে কারণে এ ডানহাতি বিশ্রামের প্রয়োজনীয়তা অনুভব করছিলেন। শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট তাকে সে সুযোগ দিল। বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে তাই তাকে রেখে বৃহস্পতিবার দল দিয়েছে ভারত।
আসন্ন বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। জানা গেছে, বিসিসিআইয়ের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলির সঙ্গে আলোচনা করেই বিরাটকে বিশ্রামে পাঠানো হয়েছে। তবে তিনি টেস্টে খেলবেন। এজন্য তাকে সাদা পোশাকের দলে রেখেছেন নির্বাচকরা।
বিশ্বকাপের পর থেকেই বিশ্রামে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। সে ধারাবাহিকতায় এ তারকা বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজে নেই। তবে দলে ফিরেছেন সঞ্জু স্যামসন। অস্ত্রোপচারের পর সেরে না ওঠায় দলে নেই পেসার জাসপ্রিত বুমরাহ ও পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।
আগামী ৩ নভেম্বর ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ।
টি-টোয়েন্টির ভারত দল:
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সঞ্জু স্যামসন (কিপার), শ্রেয়াস আয়ার, মনিশ পান্ডে, রিশাব পান্ত (কিপার), ওয়াশিংটন সুন্দর, ক্রুনাল পান্ডিয়া, যুজবেন্দ্র চেহেল, রাহুল চাহার, দীপক চাহার, খলীল আহমেদ, শিবাম দুবে ও শার্দুল ঠাকুর।
টেস্টের ভারত দল:
বিরাট কোহলি, রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্গে রাহানে, হানুমা বিহারি, ঋদ্ধিমান শাহ, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা, সাবমান জিল ও রিশাব পান্ত।
Discussion about this post