ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ভারত সফরের আগে অনুশীলনের অংশ হিসেবেই জাতীয় ক্রিকেট লিগে খেলছেন তারকারা। আর সেই মিশনে দারুণ সফল মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাট-বল দুটোতেই সাফল্য পাচ্ছেন তিনি। জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচেও দারুণ দাপট এই অলরাউন্ডারের। বগুড়ায় ঢাকা মেট্রোর হয়ে সিলেট বিভাগের বিপক্ষে ম্যাচে নতুন এক মাইলফলকে পা রাখলেন তিনি।
বৃহস্পতিবার প্রথম দিনে লাঞ্চের পরই এনামুল হক জুনিয়রের বলে বাউন্ডারি হাঁকিয়ে মাহমুদউল্লাহ পা রাখেন নতুন এক মাইলফলকে। স্পর্শ করেন প্রথম শ্রেণির ক্রিকেটে ৬০০০ রান। এই অর্জন থেকে মাত্র ১১ রান দূরে থেকে শুরু করেন মাহমুদউল্লাহ।
ঢাকা ৪৩ রানে ৩ উইকেট হারানোর পরই উইকেটে যান মাহমুদউল্লাহ। তুলে নেন আরেকটি ফিফটি। কিন্তু গত ম্যাচের মতো এবারও ফিরে যান ৬৩ রানে।
সাদা পোশাকে ৬ হাজার প্রথম শ্রেণির রানের একটি বড় অংশই করেন মাহমুদউল্লাহ বাংলাদেশের হয়ে টেস্টে। ৪৬ টেস্টে তার রান ২৬৬৯। ঢাকা বিভাগের হয়ে ৩৪ ম্যাচে করেন ১৯১০ রান।
প্রথম শ্রেণির ক্রিকেটে রয়েছে ১১ সেঞ্চুরি। আর টেস্টে ৪টি। সমান শতরান ৪টি ঢাকা বিভাগের হয়েও। বর্তমান দল ঢাকা মেট্রোর হয়ে একটি। দক্ষিণাঞ্চলের হয়ে করেন ২টি শতক।
শুধু ব্যাটেই নয়, বল হাতেও সফল মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪১টি উইকেট রয়েছে তার। গড়েছেন টানা চার বলে উইকেট শিকারের কীর্তি!
Discussion about this post