ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অবশেষে জিম্বাবুয়ে ক্রিকেটের অনিশ্চয়তা কেটে গেল। নিষিদ্ধ হওয়ার তিন মাস যেতেই ফের আইসিসির সদস্যপদ ফিরে পেয়েছে আফ্রিকার এই দেশটি। সোমবার দুবাইতে অনুষ্ঠিত আইসিসির বোর্ডসভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তার পথ ধরে আগামী জানুয়ারিতে হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং পরবর্তীতে আইসিসি সুপার লিগে অংশগ্রহণে আর কোন বাধা থাকছে না তাদের। পাশাপাশি শর্তসাপেক্ষে নিজেদের সদস্যপদ ফিরে পেয়েছে নেপালও।
ক্রিকেট বোর্ডের পরিচালনা ও প্রশাসনে সরকারের হস্তক্ষেপের কারণে গত জুলাইয়ে স্থগিত করা হয় জিম্বাবুয়ের সদস্যপদ। স্থগিতাদেশের ফলে জিম্বাবুয়ের ক্রিকেটে আইসিসির সব ধরনের অনুদান বন্ধ ছিল। জিম্বাবুয়ের কোনো দলের আইসিসি ইভেন্টে অংশ নেয়ার ব্যাপারেও নিষেধাজ্ঞা ছিল।
নেপালেরর নিষেধাজ্ঞা ছিল আরও লম্বা সময়ের। বোর্ড পরিচালনায় সরকারের হস্তক্ষেপ না থাকার বিষয়টি নিশ্চিত করতে না পারায় ২০১৬ সালে তাদের বহিস্কার করে আইসিসি। এই মাসের শুরুতে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ নেপালের নির্বাচনের পথ ধরেই আইসিসি সদস্যপদ ফিরে পেল
এদিকে সুপার ওভার টাই হলে থাকছে না বাউন্ডারির হিসাব। আইসিসির আসরে সেমি-ফাইনাল ও ফাইনালে সুপার ওভার টাই হলে কোনো এক দল জয় না পাওয়া পর্যন্ত সুপার ওভার একটির পর একটি হতে থাকবে।
আগে নিয়ম ছিল, টাই ম্যাচ সুপার ওভারে গড়ানোর পর, সেখানেও টাই হলে ম্যাচ জিতবে বেশি বাউন্ডারি মারা দল। তার পথ ধরে নিউজিল্যান্ডকে হারিয়ে গত বিশ্বকাপের শিরোপা জিতে ইংল্যান্ড।
এখন থেকে ৫০ ওভার ও টি-টোয়েন্টি, দুই সংস্করণের বিশ্বকাপে প্রতিটি টাই ম্যাচের জন্য থাকবে সুপার ওভার।
Discussion about this post