৭ ম্যাচ ওয়ানডে সিরিজে ছিল ৩-৩ সমতা! তাইতো শেষ ম্যাচটা হয়ে যায় অলিখিত ফাইনাল। সেই লড়াইয়ে নিজেদের শ্রেষ্টত্ব দেখিয়ে দিল বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। ওয়েস্ট ইন্ডিজ অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সোমবার তারা তুলে নিয়েছে ৬৭ রানের দুর্দান্ত এক জয়।
বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতল ৪-৩ ব্যবধানে। সিরিজের প্রথম ম্যাচে হেরেছিল বাংলাদেশ। কিন্তু তারপর টানা তিন ম্যাচ জিতে ৩-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল সফরকারীরা। কিন্তু পঞ্চম ও ষষ্ঠ ম্যাচ জিতে সিরিজে ৩-৩ সমতা ফিরিয়ে আনে ক্যারিবীয় তরুণরা।
গায়ানার জর্জটাউনে টসে জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ফর্মে থাকা ওপেনার সাদমান ইসলাম করেন সর্বোচ্চ ৪৮ রান। জয়রাজ শেখের ব্যাট থেকে আসে ২৬। উইকেটকিপার জসিমউদ্দিন করেন ৩৩ রান। অধিনায়ক মেহেদী হাসান ২৮ করায় সম্মানজনক সংগ্রহ গড়ে বাংলাদেশ। ৪৪ ওভারে অলআউট হয়ে দলের রান দাড়ায় ১৬৮।
এরপর শুরু হয় বাঁহাতি স্পিনার মোহাম্মদ নিহাদুজ্জামানের ঘুর্নি যাদু। ১২ রানে ৫ উইকেট নেন তিনি। তার বোলিং ফিগারটা এমন ৭.৫-১-১২-৫! বিস্ময়কর! অধিনায়ক মেহেদী নেন ২৫ রানে ৪ উইকেট। শেষপর্যন্ত ক্যারিবীয় তরুনরা ৩৩.৫ ওভারে ১০১ রান তুলে অলআউট হয়ে যায়।
ম্যাচসেরার সঙ্গে সিরিজ সেরাও হয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ১৬৮/১০, ৪৪ ওভার (শাদমান ৪৮, জসিমউদ্দিন ৩৩, মেহেদি ২৮, জয়রাজ ২৬, ইয়াসির ২০; জোন্স ৫/২৩, অ্যালেন ২/২৭)।
ওয়েস্ট ইন্ডিজ : ১০১/১০, ৩৩.৫ ওভার (সোলোজানো ৩৫*, লুইস ১৯, পুরান ১০; নিহাদুজ্জামান ৫/১২, মেহেদি ৪/২৫)।
ফল : বাংলাদেশ ৬৭ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ ও সিরিজ : মেহেদি হাসান।
Discussion about this post