ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বৃষ্টি প্রায় পুরোটা দিনই ব্যাট করেছিল বাংলাদেশের হয়ে। মাত্র ৭০ মিনিট সময় পেয়েছিল আফগানিস্তান। তাতেই বাজিমাত দল পেয়ে যায় ঐতিহাসিক জয়। মাত্র তিন টেস্ট খেলে দুটিতেই জয়। টেস্টের নবাগত দলটি এই সাফল্যে ছুঁয়ে ফেলেছে অস্ট্রেলিয়াকে।
সোমবার ৪ উইকেট হারিয়ে স্বাগতিকরা টিকতে পারে মাত্র ১৭.২ ওভার। একমাত্র টেস্টে বাংলাদেশকে ২২৪ রানে হারাল আফগানিস্তান ক্রিকেট দল। ব্যাটসম্যানদের কাঠগড়ায় দাঁড় করালেন সাকিব আল হাসান।
দ্বিতীয়বারের মতো বৃষ্টি হানা দেয়ার পর ব্যাটিং নেমে শুরুতেই সাকিব খেলেন বাজে শট। বলতে গেলে উইকেট বিলিয়ে ফেরেন এ বাঁহাতি। ব্যাপারটি হয়তো পরে নিজেও বুঝেছেন তিনি। তাই সংবাদ সম্মেলনে হারের জন্য নিজেদের ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করেন টাইগার টেস্ট অধিনায়ক। সাকিব বলেন, ‘আমার মনে হয়, হারটা দুটি কারণে হয়েছে। আমাদের ব্যাটসম্যানরা যেভাবে খেলেছে এবং আফগানদের বোলিং। একটা ভালো দল হয়ে উঠতে গেলে আমাদের অনেক কঠোর পরিশ্রম করতে হবে। ২০ বছর ধরে খেলার পর আমরা বলতে পারি না যে আমরা শিখছি।’
সোমবার ৪ উইকেটে ১৯ ওভার কাটিয়ে দেওয়ার লক্ষ্য ছিল বাংলাদেশের। কিন্তু সেটা করতে পারেনি দল। একমাত্র তাইজুল ইসলাম দুর্ভাগ্যজনকভাবে ভুল সিদ্ধান্তের শিকার হয়েছেন। অন্যরা নিজেদের উইকেট বিলিয়ে ফেরেন। এমন পারফরম্যান্সের একটি কারণ খুঁজে পাচ্ছেন সাকিব। বলেন, ‘আমরা বেশ অনেক দিন পর (মার্চের পর) টেস্ট খেললাম তবে আফগানিস্তানকে কৃতিত্ব দিতেই হবে। আমাদের এখন যত দ্রুত সম্ভব এ ম্যাচ ভুলে যেতে হবে এবং টি-টোয়েন্টি সিরিজে মনোযোগ দিতে হবে। এ সংস্করণে আফগানিস্তান খুবই ভালো দল। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ, তাই টি-টুয়েন্টিতে মনোযোগ দিতে হবে আমাদের।’
Discussion about this post