ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
চট্টগ্রাম টেস্টে প্রত্যাশিত সাফল্য পাচ্ছে না বাংলাদেশ। টিম ম্যানেজম্যান্ট চেয়েছিল স্পিন দিয়েই আফগানিস্তানকে নাজেহাল করতে। কিন্তু উল্টো টাইগাররাই এখন চাপে। আফগানরা টস জিতে ব্যাট করতে নেমে ১ম ইনিংসে তুলেছে ৩৪২ রান। এরপর জবাবে নেমে লাঞ্চ বিরতির সময় ১ম ইনিংসে বাংলাদেশ করেছে ১ উইকেটে ১ রান।
বাজে শটে ইনিংসের প্রথম ওভারেই বিদায় নিয়েছেন ওপেনার সাদমান ইসলাম। প্রতিপক্ষের পেসার ইয়ামিন আহমাদজাইয়ের বলটি ছিল অফ স্টাম্পের বেশ বাইরে। পিচ করে বেরিয়ে যাচ্ছিল বাইরে দিয়ে। কিন্তু বলটিই শরীর থেকে দূরে ডিফেন্স করলেন সাদমান। ব্যস, ব্যাটের স্পর্শ লেগে বল উইকেটকিপারের গ্লাভসে।
চতুর্থ টেস্টে এসে প্রথমবার শূন্য রানে আউট হয়েছেন সাদমান। এর আগে ৫ ইনিংসে তার সর্বনিম্ন স্কোর ছিল ২৪।
এর আগে বড় সংগ্রহ গড়েই থামে আফগানরা। আগের দিনের পরিকল্পনা মতো দ্রুত প্রতিপক্ষকে ফেরাতে পারেনি বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে এবার নিয়ে আফগানিস্তান দ্বিতীয়বারের মতো কোনো ইনিংসে তিনশ’ বা তারচেয়ে বেশি রান তুলেছে।
শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংস আফগানিস্তান আরেকটি সাফল্য পেয়েছে। টেস্টে এটি আফগানিস্তানের সর্বোচ্চ রানের ইনিংস। আয়ারল্যান্ডের বিপক্ষে গড়া নিজেদের ৩১৪ রানের সর্বোচ্চ স্কোরকে টপকে নতুন উচ্চতায় উঠে গেল রশিদ খানের দল।
এদিন ৮৮ রানে দিন শুরু করলেও সেঞ্চুরি পাননি আসগর আফগান। ৩৫ রানে শুরু করা আফসার জাজাই হাফসেঞ্চুরি পেলেন না। দ্বিতীয় সকালে ২১ ওভার খেলেছে আফগানরা। ৫ উইকেটে যোগ করে ৭১ রান।
তাইজুল ইসলাম নিয়েছে ৪ উইকেট। দুটি উইকেট শিকার করেন অধিনায়ক সাকিব।
সংক্ষিপ্ত স্কোর-
আফগানিস্তান: ১১৭ ওভারে ৩৪২/১০ (ইব্রাহিম ২১, ইহসানউল্লাহ ৯, রহমত ১০২, শহিদি ১৪, আসগর ৯২, নবি ০, আফসার ৪১, রশিদ ৫১, কাইস ৯, ইয়ামিন ০, জহির ০*; তাইজুল ৪১-৫-১১৬-৪, সাকিব ২২-১-৬৪-২, মিরাজ ২৮-৫-৭৩-১, নাঈম ১৩-০-৪৩-২, মাহমুদউল্লাহ ৪-০-৯-১, সৌম্য ৪-০-২৬-০, মুমিনুল ৪-০-৯-০, মোসাদ্দেক ১-০-১-০)।
Discussion about this post