ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ইতিহাস হাতছানি দিচ্ছিল তাকে। টস করতে নামলেই গড়া হবে রেকর্ড। ঠিক তাই হলো। বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে টস করতে নেমেই ইতিহাস গড়লেন রশিদ খান। টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ অধিনায়ক এখন এই আফগান লেগ স্পিনার।
যদিও তার বয়স নিয়ে অনেক কথাই চালু আছে। অনেকেই বলেন বয়স লুকিয়েছেন রশিদ। কিন্তু সত্য এটাই-নতুন ইতিহাস গড়লেন তিনি।
চট্টগ্রামে বৃহস্পতিবার টেস্ট অধিনায়কত্বে অভিষেকের দিনে রশিদের বয়স ২০ বছর ৩৫০ দিন। তার পথ ধরে ভাঙেন টাটেন্ডা টাইবুর গড়া রেকর্ড। ২০০৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে হারারে টেস্টে অভিষেকের দিন জিম্বাবুয়ে অধিনায়কের বয়স ছিল ২০ বছর ৩৫৮ দিন।
এর আগে ওয়ানডের সর্বকনিষ্ঠ অধিনায়কের রেকর্ডও নিজের করে নিয়েছিলেন রশিদ। সব মিলিয়ে আফগানদের হয়ে ৪টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন তিনি।
২০১৮ সালের ৪ মার্চ বুলাওয়ায়োতে স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অধিনায়ক ছিলেন রশিদ। তখন তার বয়স ছিল ১৯ বছর ১৬৫ দিন। ভাঙেন বাংলাদেশের রাজিন সালেহ আলমের রেকর্ড। মূল অধিনায়ক হাবিবুল বাশারের চোটে ২০০৪ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়ক ছিলেন রাজিন। নেতৃত্ব যেদিন দেন তখন তার বয়স ছিল ২০ বছর ২৯৭ দিন।
টাইবু ভেঙ্গেছিলেন মনসুর আলি খান পতৌদির রেকর্ড। ভারতের সাবেক কিংবদন্তি অধিনায়ক নেতৃত্ব দেন ২১ বছর ৭৭ দিন বয়সে। ১৯৬২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্রিজটাউন টেস্টে ক্যাপ্টেন হিসেবে খেলতে নামেন। এর ৪২ বছর পর পতৌদির রেকর্ড নিজের করে নেন টাইবু। এবার তার রেকর্ডটাও ভাঙল।
এই রেকর্ড গড়ার আগের দিন রশিদ বলেন, ‘দেখুন, টেস্টে দলের প্রতিনিধিত্ব করাই আমার জন্য অনেক গর্বের ও তৃপ্তির। সেখানে দলকে নেতৃত্ব দিতে পারা আরও বেশি স্পেশাল ও রোমাঞ্চকর। ভালো করার সর্বোচ্চ চেষ্টা করব আমি।’ চট্টগ্রাম টেস্টে টস জিতে বাংলাদেশকে প্রথমে বল করতে দিয়েছেন রশিদ খান।
কম বয়সে টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক যাদের-
অধিনায়ক | বয়স | দল | প্রতিপক্ষ | মাঠ | সাল |
রশিদ খান | ২০ বছর ৩৫০ দিন | আফগানিস্তান | বাংলাদেশ | চট্টগ্রাম | ২০১৯ |
টাটেন্ডা টাইবু | ২০ বছর ৩৫৮ দিন | জিম্বাবুয়ে | শ্রীলঙ্কা | হারারে | ২০০৪ |
এমএকে পতৌদি | ২১ বছর ৭৭ দিন | ভারত | উইন্ডিজ | বার্বাডোজ | ১৯৬২ |
ওয়াকার ইউনিস | ২২ বছর ১৫ দিন | পাকিস্তান | জিম্বাবুয়ে | করাচি | ১৯৯৩ |
গ্রায়েম স্মিথ | ২২ বছর ৮২ দিন | দ. আফ্রিকা | বাংলাদেশ | চট্টগ্রাম | ২০০৩ |
সাকিব আল হাসান | ২২ বছর ১১৫ দিন | বাংলাদেশ | উইন্ডিজ | গ্রেনাডা | ২০০৯ |
ইয়ান ক্রেগ | ২২ বছর ১৯৪ দিন | অস্ট্রেরিয়া | দ. আফ্রিকা | জো.বার্গ | ১৯৫৭ |
জাভেদ মিয়াঁদাদ | ২২ বছর ২৬০ দিন | পাকিস্তান | অস্ট্রেলিয়া | করাচি | ১৯৮০ |
মারে বিসেট | ২২ বছর ৩০৬ দিন | দ. আফ্রিকা | ইংল্যান্ড | জো.বার্গ | ১৮৯৯ |
মো. আশরাফুল | ২২ বছর ৩৫৩ দিন | বাংলাদেশ | শ্রীলঙ্কা | কলম্বো | ২০০৭ |
Discussion about this post