ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এ মাসেই শ্রীলঙ্কায় শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট। এজন্য রবিবার ১৫ সদস্যর দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু সেখানে জায়গা হয়নি স্পিনার রিশাদ হোসেনের। এছাড়া দল থেকে বাদ পড়েছেন প্রান্তিক নওরোজ, অভিষেক দাস। তবে জুনিয়রদের শিবিরে ডাক পেয়েছেন অনীক সরকার, মিনহাজুর রহমান ও আশরাফুল ইসলাম।
এশিয়া কাপের মূল দলে জায়গা না পেলেও রিশাদ হোসেন, প্রান্তিক নওরোজ, অভিষেক দাসরা রয়েছেন অপেক্ষমানের তালিকায়।
আসন্ন এশিয়া কাপে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। সেখানে দলটির প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। এদিকে ‘এ’ গ্রুপে ভারত-পাকিস্তানের সঙ্গে রয়েছে আফগানিস্তান ও কুয়েত।
আগামী ৫ সেপ্টেম্বর শুরু হবে জুনিয়রদের এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াই। বাংলাদেশের প্রথম ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৬ সেপ্টেম্বর। পরের ম্যাচ ৮ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে। আর ১০ সেপ্টেম্বরের দলটির প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১২ সেপ্টেম্বর হবে এ টুর্নামেন্টের দুটি সেমি-ফাইনাল। সেখানে জয়ী দুই দল শিরোপা জিততে মাঠে নামবে ১৪ সেপ্টেম্বর।
১৫ সদস্যের বাংলাদেশ দল:
আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, অনীক সরকার, মাহমুদুল হাসান জয়, শামীম হোসেন, শাহাদাত হোসেন, রকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, শরিফুল ইসলাম, তানজিম হাসান, শাহিন আলম, মিনহাজুর রহমান, আশরাফুল ইসলাম।
অপেক্ষমান: প্রান্তিক নওরোজ, অভিষেক দাস, রিশাদ হোসেন, অমিত হাসান ও হাসান মুরাদ।
Discussion about this post