ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অফ ফর্মের কারণে নিজেই বিসিবির কাছ থেকে আসন্ন আফগানিস্তান ও ত্রি-দেশিয় সিরিজ থেকে ছুটি চেয়ে নিয়েছেন তামিম ইকবাল। স্বাভাবিকভাবেই তার অনুপস্থিতি ভাবনায় ফেলেছে সাকিব আল হাসানকে। তবে ‘বন্ধু’ তামিমের বিকল্প হিসেবে যেই আসুক না কেন, তাকে নিয়ে ভাবছেন না বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।
তামিম না থাকায় নতুন উদ্বোধনী জুটি খুঁজতে হচ্ছে বাংলাদেশকে। তামিমের অনুপস্থিতি আর নতুন উদ্বোধনী জুটি প্রসঙ্গে সাকিব বলেন, ‘যে জায়গাগুলো ফাঁকা হয় কিংবা ফাঁকা থাকে বা যে জায়গাগুলো নিয়ে আমরা কানসার্ন থাকি সেই জায়গাগুলো নিয়ে আমরা সব সময় আলাপ-আলোচনা করি। সবাই আলাপ-আলোচনা করার পর আমরা একটা সিদ্ধান্তে এসে পৌঁছাই যে, এই খেলোয়াড় এই এই কারণে এই পজিশনে সুইটেবল হবে। তারপর আমরা আসলে নির্বাচন করি।’
তামিমের জায়গায় একজন সুযোগ পাবেন। তাই বলে স্রেফ নতুনদের সুযোগ দিতে কাউকে বসিয়ে রাখতে রাজি নন সাকিব, ‘জায়গা দেওয়া না দেওয়া বড় কথা না। প্রতিটি দল কিন্তু খেলতে নামে জেতার জন্য। দলগুলো যখন ম্যাচ খেলতে যায় তখন কিন্তু এটা চিন্তা করে না যে, আমরা খেলোয়াড় তৈরি করতে যাচ্ছি কিংবা নতুন খেলোয়াড় দেখার জন্য যাচ্ছি।’
দলে কারা আছেন সেটা না জয়ই বড় ব্যাপার সাকিবের কাছে, ‘সব কিছুই দেখবে কিন্তু দিনশেষে লক্ষ্য থাকে ম্যাচ জেতার। আমরাও ওই লক্ষ্য নিয়েই খেলব। এর জন্য যদি নতুন খেলোয়াড় নেওয়ার দরকার হয়, তাহলে নতুন খেলোয়াড় নেব। যদি দেখি অভিজ্ঞদের পারফর্ম করার সম্ভবনা আছে তাহলে ওরাই খেলবে।’
আগামী ৫ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে লড়বে বাংলাদেশ। তার আগে মিরপুরে কন্ডিশনিং ক্যাম্পে ব্যস্ত টিম টাইগার্স। কয়েকদিনের মধ্যে ১৪ অথবা ১৫ সদস্যের দর ঘোষণা করবে বিসিবি। এমনটাই সোমবার জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন।
Discussion about this post