ক্রিকবিডি২৪.রিপোর্ট
কোনো সন্দেহ নেই বাংলাদেশি ক্রিকেটারদের সামর্থ্য কিংবা প্রতিভা নিয়ে। কিন্তু সামর্থ্যের প্রকাশটা ধারাবাহিকভাবে হচ্ছে না। সম্প্রতি সময়ে পেস বোলিং টাইগারদের ভুগিয়েছে বেশ। যে কারণে গেল বিশ্বকাপ ও শ্রীলঙ্কা সফরে প্রত্যাশিত সাফল্য পায়নি মাশরাফি বিন মর্তুজার দল। ব্যাপারটি প্রথম দিনেই চোখে পড়েছে নতুন বোলিং কোচ শার্ল ল্যাঙ্গাভেল্টের। সাবেক এ দক্ষিণ আফ্রিকার পেসার এজন্য দায়ী করছেন মোস্তাফিজুর রহমানদের ফিটনেসকে। যে কারণে টাইগারদের দায়িত্ব নিয়েই এ জায়গাতে চোখ রাখছেন সাবেক এ দক্ষিণ আফ্রিকান পেসার।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বোলারদের ফিটনেস উন্নতির তাগিদ দিয়েছেন ল্যাঙ্গাভেল্ট, ‘বল হাতে ধারাবাহিকতা ধরে রাখা ভীষণ জরুরি। প্রত্যেক বোলারকে সেরা ছন্দে থাকার পাশাপাশি ফিটনেসের দিকে বাড়তি নজর দিতে হবে। লম্বা না হলে একজন পেসারের পক্ষে উইকেট থেকে বাউন্স আদায় করে নেওয়া খুব কঠিন। তবে সে বল সুইং করে সাফল্যের পথে এগিয়ে যেতে পারে। বাংলাদেশে এগুলো নিয়ে আমাকে ভালোভাবে কাজ করতে হবে।’
পেস সহায়ক উইকেটেও অনেক সময় জ্বলে উঠতে পারেন না টাইগাররা পেসাররা। ল্যাঙ্গেভেল্ট এই সমস্যারও সমাধান করতে চান ধীরে ধীরে, ‘ওয়ানডে আর টেস্ট ক্রিকেটে নতুন বলে ভালো বোলিংয়ের ওপর দলের সাফল্য অনেকখানি নির্ভর করে। পেস বোলিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো লাইন-লেন্থ ঠিক রেখে বল করা। আমাকে এমন কয়েকজন পেসার খুঁজে বের করতে হবে যারা বিদেশের মাটিতে পেস কন্ডিশনে ভালো বল করতে পারবে।’
সম্প্রতি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পেসাররা ইংল্যান্ডে সাফল্য পেয়েছে। এই দল থেকে প্রতিভাবান বোলার খুঁজে বের করতে চান নতুন বোলিং কোচ ল্যাঙ্গাভেল্ট হবে। ব্যাপারটি সাবেক এ প্রোটিয়া পেসার বুধবার নিজেই জানিয়েছেন।
কোর্টনি ওয়ালশের ক্যারিবীয় ইংরেজি নাকি ভালোভাবে বুঝতেন না বাংলাদেশ দলের পেসাররা। দক্ষিণ আফ্রিকার নতুন বোলিং কোচের চার্ল ল্যাঙ্গেভেল্টের চ্যালেঞ্জ তাই ভাষাগত দূরত্ব ঘোচানোও। এই চ্যালেঞ্জ উতরে যাবেন বলেই তার আশা, ‘দলের পেসারদের সঙ্গে আমার ভালো সম্পর্ক তৈরি হলে আশা করি ভাষাগত সমস্যা দূর হয়ে যাবে। আর প্রয়োজন হলে দোভাষীর সাহায্য নেওয়া যাবে।’
Discussion about this post