ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সামনে কঠিন চ্যালেঞ্জ। টি-টুয়েন্টি বিশ্বকাপে বাছাইপর্বে লড়তে হচ্ছে টাইগ্রেসদের। বৃহস্পতিবার সূচি প্রকাশ করেছে আইসিসি। গতবার বাছাইপর্বে চ্যাম্পিয়ন বাংলাদেশের সঙ্গে ‘এ’ গ্রুপে আছে আরও তিন দল। বাংলাদেশের মেয়েরা লড়বে- যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি ও স্বাগতিক স্কটল্যান্ডের সঙ্গে।
এ মাসেই স্কটল্যান্ডে শুরু হবে টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাই। ৩১ আগস্ট উদ্বোধনী ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের মেয়েদের মিশন। ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বাছাইপর্ব।
বাছাই পর্বের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ২০২০ সালের ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপে খেলার টিকিট পাবে।
গ্রুপ ‘বি’এর চারটি দল- আয়ারল্যান্ড, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও নেদারল্যান্ডস। আইসিসির কার্যক্রম থেকে সাময়িক নিষেধাজ্ঞায় নেই জিম্বাবুয়ে। তাদের জায়গায় আছে নামিবিয়া। বাছাইপর্বের মূল লড়াইয়ের আগে ২৯ আগস্ট নেদারল্যান্ডসের বিপক্ষে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা।
দশ দল নিয়ে বিশ্বকাপ ২১ ফেব্রুয়ারি শুরু হয়ে ৮ মার্চ শেষ হবে। অস্ট্রেলিয়ার ছয়টি শহরের আট ভেন্যুতে।
বাছাইপর্বে বাংলাদেশের ম্যাচ সূচি
৩১ আগস্ট: বাংলাদেশ বনাম পাপুয়ানিউগিনি
০১ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্র
০৩ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম স্কটল্যান্ড
৫ সেপ্টেম্বর: সেমিফাইনাল
০৭ সেপ্টেম্বর: ফাইনাল
Discussion about this post