ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একটা সময় জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি। বলা হচ্ছিল দীর্ঘদিন খেলবেন জাতীয় দলে। কিন্তু শৃংখলা ভঙ্গ আর অফফর্মে সর্বনাশ। তিনি যেন হারিয়েই গেলেন! তবে হার মানতে নারাজ নাসির হোসেন। নতুন করে বাংলাদেশ জাতীয় দলে ফিরতে লড়াই শুরু করেছেন এই অলরাউন্ডার।
বৃহস্পতিবার গণমাধ্যমে এই ক্রিকেটার বলছিলেন ‘হয়তো আমার চেয়ে ভালো খেলোয়াড় আছে। তাই নির্বাচকরা এই সিদ্ধান্ত নিয়েছেন। আমি শতভাগ ফিট ছিলাম না, এটাও একটা কারণ হতে পারে আমাকে না রাখার পেছনে। বিশ্বাস করি, ফিট হয়ে পারফর্ম করে আগের জায়গায় থাকবো।’
সেপ্টেম্বর-অক্টোবর জাতীয় লিগে ব্যাট হাতে সাফল্য পেতে চান তিনি। তার আগে ফিটনেসটাও ঠিক করতে চাইছেন। বলেন, ‘দেখুন, আমাকে ফিট হতে হবে। কারণ শতভাগ ফিট ছিলাম না বিপিএল এবং প্রিমিয়ার লিগ খেলার সময়। শতভাগ ফিট হয়ে ঈদের পর জাতীয় লিগ খেলার চেষ্টা করছি।’
৬ ডিসেম্বর শুরু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এইা আসরেও চোখ তার। নাসির বলেন, ‘বিপিএল খেলতে হলে আমাকে ফিট হতে হবে। নিজের দিকে থাকাতে হবে। শতভাগ ফিট হলে আপনি ভালো করতে পারবেন, নয়তো কঠিন। যে কারণে ফিটনেস ট্রেনিং করছি। পরিশ্রম করে যাচ্ছি আমি। ছন্দ নিয়ে চিন্তা করছি না। একটা দুইটা ভালো ইনিংস বা রান করলেই ভালো ছন্দে ফিরে আসবো।’
Discussion about this post