ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শ্রীলঙ্কা সফর হতাশাতেই কাটছে বাংলাদেশ দলের। টানা দুই হারে দল বিধ্বস্ত। এখন রয়েছে হোয়াইট ওয়াশের শঙ্কায়। বুধবার হেরে গেলেই বিপদ! এদিন দুই দলের মধ্যে তৃতীয় ও শেষ ওয়ানডে বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। হারের বৃত্ত ভাঙতে একাদশে পরিবর্তন আসতে পারে বাংলাদেশের। শফিউলের জায়গা নিতে পারেন তাসকিন আহমেদ। ওপেনার সৌম্য সরকারের বদলি হয়ে ব্যাট হাতে তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়েআসতে পারেন এনামুল হক বিজয়।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে বাজে বোলিং-ফিল্ডিংয়ে বাংলাদেশ হারে ৯১ রানে। দ্বিতীয় ম্যাচে ঐ দুই ব্যর্থতার সঙ্গে যোগ ব্যাটিংও। যে কারণে টাইগাররা হারে ৭ উইকেটে
বিশ্বকাপের ব্যর্থতা পেছনে ফেলতেই শ্রীলঙ্কায় পা রাখে বাংলাদেশ দল। কিন্তু মাঠের লড়াইয়ে পুরোপুরি ফ্লপ টিম টাইগার্স। মুশফিকুর রহিম ও সাব্বির রহমান ছাড়া আর কেউ এখন পর্যন্ত ব্যাট হাতে নিজেদের মেলে ধরতে পারেননি। বল হাতে শফিউল প্রথম ম্যাচে ৩ উইকেট পেলেও রান দিলেন অনেক। দ্বিতীয় ম্যাচে তাইজুল ইসলাম যথেষ্ট আস্থার পরিচয় দিয়েছিলেন। কিন্তু উইকেট শুন্য ছিলেন এ স্পিনার।
এ কারণেই হতাশ ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল। বলেন, ‘আমাদের ভালো শুরু দরকার ছিল। কিন্তু প্রথম দুই ম্যাচে সেটা পারেনি। আমরা হয়তো কঠোর পরিশ্রমের জন্য প্রস্তুত ছিলাম না। যদিও ভালো করতে আমরা সহজ উপায় খুঁজেছি।’
বাংলাদেশের পেস আক্রমণ মুস্তাফিজ নির্ভর। এনিয়ে তামিম বলেন, ‘আমি আগেও বলেছি মুস্তাফিজ বা যেকোন একজনও দায়িত্ব নিয়ে বল করতে পারতো, তবে আমাদের অবস্থা ভিন্ন হতো। প্রথম ম্যাচে সে (মুস্তাফিজ) ১২ ওভারের পরে এবং গত ম্যাচে ৭/৮ ওভারের দিকে বোলিংয়ে এসেছিল। তবে শুধু একজনের ওপরেই নির্ভর করলে হবে না। দলে আমাদের ছয়-সাত জয় বোলার রয়েছে। কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে।’
Discussion about this post