ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ইংল্যান্ডকে সহজেই হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। এরপরই অবশ্য ভারতের কাছে হেরে যায় দল। পরের ম্যাচ পরিত্যক্ত বৃষ্টিতে। সেই ধাক্কা সামলে আবারও জুনিয়র টাইগারদের দাপট। মৃত্যুঞ্জয় চৌধুরীর বোলিং আর মাহমুদুল হাসান ও তৌহিদ হৃদয়ের ব্যাটিংয়ে দল পেল অনায়াস জয়। ত্রিদেশীয় সিরিজে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের যুবারা।
যুব ত্রিদেশীয় সিরিজে রোববার ৭ উইকেটে জিতেছে বাংলাদেশের ক্রিকেটাররা। লক্ষ্যটা অবশ্য কম ছিল না। ২৪৩ রান। কিন্তু ব্যাটসম্যানদের দাপটে মাত্র তিন উইকেট হারিয়ে ৯ বল বাকি থাকতেই লক্ষ্য পূরণ!
এদিন গ্লুস্টারশায়ারে টস জিতেছিল বাংলাদেশ। তারা প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ডকে। মনে হচ্ছিল বড় সংগ্রহ গড়বে স্বাগতিকরা। ২ উইকেটে ১৫১ থেকে ইংল্যান্ড থামে ২৪২ রানে। বেন চার্লসওয়ার্থের ব্যাটে ৬৮।
বাংলাদেশের মৃত্যুঞ্জয় নেন ৫২ রানে ৪ উইকেট। তানজিম শিকার করেন দুটি উইকেট।
এরপর নেমে দুই ওপেনার তানজিদ হাসান (২০) পারভেজ হোসেনও (৩২) উইকেটে থিতু হয়েই ফেরেন ড্রেসিংরুমে। তবে মাহমুদুল ও তৌহিদ হৃদয় দৃশ্যপট পাল্টে দিয়ে জয়ের পথে নিয়ে যান দলকে। এই দুই ব্যাটসম্যান গতেন ১৩৬ রানের জুটি। এরমধ্যে মাহমুদুল ৮১ রান করে আউট। তবে অবিচল ছিলেন তৌহিত হৃদয়। দলকে জিতিয়ে ৭৫ রানে অপরাজিত তিনি।
মঙ্গলবার এসেক্সে নিজেদের পঞ্চম ম্যাচে ভারতের সঙ্গে লড়বে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ২৪২/৯ (চার্লসওয়ার্থ ৬৮, ক্লার্ক ৬, হেইন্স ৩৫, গোল্ডসওয়ার্থি ৩৬, এভিসন ১, হিল ৩০, বিন ৩৬, কিম্বার ১১, কালেন ১, কাদরি ১*, টেইলর ২*; তানজিম ২/৪২, শরিফুল ০/৪৪, শামিম ০/২২, মৃত্যুঞ্জয় ৪/৫২, রাকিবুল ১/৩২)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৪৮.৩ ওভারে ২৪৫/৩ (তানজিদ ২০, পারভেজ ৩২, মাহমুদুল ৮১, হৃদয় ৭৫*, শাহাদাত ১০*; কিম্বার ০/৪০, টেইলর ০/৪১, কালেন ১/৩১, কাদরি ১/৪২, এভিসন ০/১২, গোল্ডসওয়ার্থি ১/২৭)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৭ উইকেটে জয়ী
Discussion about this post