ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কোর্টনি ওয়ালশ ও সুনীল যোশীর বিকল্প খুঁজে নিতে দেরি করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার চার্লস ল্যাঙ্গাভেল্ট পেস বোলিং কোচ হয়েছেন। আর স্পিন কোচ হিসেবে আসছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি।
বিসিবির বোর্ড সভা শেষে শনিবার সন্ধ্যায় এই ঘোষণা দেন সভাপতি নাজমুল হাসান পাপন।
এই দুই কোচকেই ২০২০ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দ্বায়িত্ব দিয়েছে বিসিবি। এর মধ্যে ভেট্টোরি কাজ করবেন মোট ১০০ দিন। আর ল্যাঙ্গাভেল্ট দায়িত্ব পেয়েছেন পূর্ণকালীন। তিনি যোগ দেবেন শ্রীলঙ্কা সফরের পরই। আর নভেম্বরে ভারত সিরিজের আগে স্পিনারদের সঙ্গে যোগ দেবেন ভেট্টোরি।
ইংল্যান্ড বিশ্বকাপ শেষেই কোর্টনি ওয়ালশ ও সুনীল যোশীর দায়িত্বের মেয়াদ শেষ যায়। এরমধ্যে ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জির চুক্তি নবায়ন করলেও তাদের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছে বিসিবি।
যদিও ভেট্টোরি ও ল্যাঙ্গাভেল্টের সঙ্গে এখনো আনুষ্ঠানিক চুক্তি করতে পারেনি বিসিবি। তবে মৌখিত কথা চূড়ান্ত। এরমধ্যে ভেট্টোরিকে পেয়ে দারুণ খুশি বোর্ড কর্তারা। কারণটাও সংগত। তিনি যে বিশ্বসেরাদের একজন ছিলেন। কোচ হিসেবে ২০১৪ সালে দায়িত্ব পান আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর।
তার আগে ক্যারিয়ারে তিন ফরম্যাট মিলিয়ে এই বাঁহাতি স্পিনার নিয়েছেন ৭০৫টি আন্তর্জাতিক উইকেট। আছে ৬ সেঞ্চুরিসহ প্রায় ৭ হাজার রান। তাকে নিয়ে পাপন বলেন, ‘আমরা তাকে পূর্ণকালীন চাচ্ছিলাম। কিন্তু হয়নি। তবে ও যে ধরনের মানুষ, প্রাণচাঞ্চল্য আছে, দলে স্পিরিট জুগিয়ে দেয়, নেতৃত্ববোধের ব্যাপার আছে তার মধ্যে, তাকে পেলে খুব ভালো হবে। সে যে শুধু সিরিজে যাবে, তা নয়। ১০০ দিনের মধ্যে কয়টা আর সিরিজ থাকবে! বাকি সময়ে সে আমাদের ক্রিকেটারদের নিয়ে স্কিল ক্যাম্পে কাজ করবে ও।’
ল্যাঙ্গাভেল্টের ৯ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার। দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলেছেন ৬টি, উইকেট ১৬টি। ৯ টি-টুয়েন্টিতে ১৭ উইকেট। ৭২ ওয়ানডেতে উইকেট ১০০টি। ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের বোলিং কোচ।
এদিকে এখনো হেড কোচ পায়নি বিসিবি। তবে জিম্বাবুয়ের কিংবদন্তি ও সাবেক ইংল্যান্ড কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের সঙ্গে কথা চলছে। তবে চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে কোন যোগাযোগ হয়নি বলে জানান পাপন।
Discussion about this post