ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শুরুটা ভাল হলো না। শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে বোলিং-ফিল্ডিং ব্যর্থতায় সর্বনাশ। ৯১ রানের হার নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। এই হার ভুলে সামনে চোখ টিম টাইগার্সের। রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচে দল লড়বে স্বাগতিকদের সঙ্গে।
এই ম্যাচের আগে দলের ভারপ্রাপ্ত কোচ খালেদ মাহমুদ সুজন বললেন, ‘দেখুন, ম্যাচ হারলে কখনোই ভালো লাগে না। তারপরও আমাদের সুযোগ আছে। যদি আমরা আজকের ম্যাচে ভালো করতে পারি, তাহলে ঘুরে দাঁড়াতে পারব। আমি মনে করি আমাদের সামর্থ্য আছে। আমার বিশ্বাস আমরা ঘুরে দাঁড়াব।’
এই সিরিজেও নেতৃত্বে থাকার কথা ছিল মাশরাফি বিন মর্তুজার। কিন্তু তার চোটে টাইগারদের অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলছিলেন, ‘আমি যখন অধিনায়ক, ভালো পারফর্ম করা শুরু করা উচিত। সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। ৫ জনের যে দলটি আমার আছে, তাদেরকে নিয়ে আমি খুশি। ওদের ওপর বিশ্বাস রাখতে হবে। ওদের সামর্থ্য আছে, স্রেফ দায়িত্ব নিয়ে খেলতে হবে। ভালো ব্যাপার হলো, এখনও দুটি ম্যাচ আছে, আমরা লড়াইয়ে আছি।’
প্রথম ম্যাচে শূণ্য রানেই সাজঘরের পথ ধরেছেন তামিম। লাসিথ মালিঙ্গার ইয়র্কারে সাজঘরে ফেরেন তিনি।
দ্বিতীয় ম্যাচের আগে একাদশে পরিবর্তন নিয়ে কথাবার্তা হচ্ছে। এনিয়ে খালেদ মাহমুদ বলেন, ‘আমি মনে করি, এই ছেলেরাই আরও ভালো করতে পারে। পরিবর্তনের কথাটা আমরা এখনো চিন্তা করিনি। সবসময় পরিবর্তন যে ভালো হয় তা নয়, আবার ভালোও হয়। প্রথম ম্যাচে আমরা এটাকেই সেরা দল হিসেবে ভেবেছি এবং এই দলে বিশ্বাস রাখতে চাই।’
সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটসম্যানদের বিপাকে ফেলেন লাসিথ মালিঙ্গা। স্বস্তি একটাই তাকে খেলতে হচ্ছে না। শুক্রবারই ওয়ানডে ক্রিকেটকে গুডবাই বলেছেন বয়স ৩৫ ছাড়িয়ে যাওয়া এই পেসার। এখন থেকে লঙ্কানদের হয়ে শুধু টি-টুয়েন্টিতে দেখা যাবে তাকে।
Discussion about this post