ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তাকে নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। দেশের একটি দৈনিক পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে অনেকটা ইচ্ছে করেই নাকি অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ থেকে সরিয়ে নিয়েছিলেন নিজেকে। তবে সেই খবরের সত্যতা মিলছে না। সোমবার আফগানিস্তানের বিপক্ষেও মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়ে থাকছে শঙ্কা।
ইংল্যান্ড বিশ্বকাপে ব্যাটসম্যানদের স্বর্গে পরিণত হওয়া ইংল্যান্ডের উইকেটে বল হাতে দারুণ সাফল্য পাচ্ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। বাংলাদেশের সাফল্যেও এ ডানহাতি রাখছিলেন অবদান। কিন্তু পুরোনো পিঠের ব্যথা বাড়ায় তিনি হঠাৎ করেই গেল অস্ট্রেলিয়া ম্যাচ থেকেই ছিটকে পড়েন। সোমবার আফগানিস্তান ম্যাচেও তাকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। তবে ফিরেন পারেন মোসাদ্দেক হোসেন।
সাইফউদ্দিন পিঠের চোট বয়ে বেড়াচ্ছেন বিশ্বকাপের শুরু থেকেই। তারপরও বিশ্বকাপে টানা ম্যাচ খেলেছেন তিনি। সাফল্যও পেয়েছেন। কিন্তু চোটে পড়ায় তার সার্ভিস গত ম্যাচে পায়নি বাংলাদেশ। সোমবার না পাওয়ার সম্ভাবনায় বেশি।
শনিবার নটিংহাম ছাড়ার আগে দলের সঙ্গে থাকা বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খান অবশ্য সাইফউদ্দিনের পাশে দাঁড়ান, ‘আমি যতদূর জানি, সে (সাইফউদ্দিন) বেশ ব্যথা অনুভব করছে। আর তার সেরে উঠতে আরও কিছু সময় লাগবে। আমি দলের ফিজিওর (থিলান চন্দ্রমোহন) সঙ্গে এ বিষয়ে কথা বলব। তবে আগামী ম্যাচের আগেই ফিট হয়ে উঠতে পারেন মোসাদ্দেক।’
গুঞ্জন রয়েছে ইচ্ছে করলে তিনি অজিদের বিপক্ষে মাঠে নামতে পারতেন। ব্যাপারটি নিয়ে আকরাম বলেন, ‘সাইফউদ্দিন খেলেনি কারণ তার সমস্যা (চোট) রয়েছে। আপনি চাইলেই কোনো ম্যাচ না খেলে এড়িয়ে যেতে পারেন না। আর যদি সে বলে যে, তার ব্যথা রয়েছে, তবে সেই কথায় আমাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে।’
বিশ্বকাপে এবার বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি সাইফউদ্দিন। ৪ ম্যাচে নেন ৯ উইকেট।
Discussion about this post