ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি আইপিএল, বিপিএল, সিপিএল, পিএসএল, বিগ ব্যাশে একাধিকবার খেলেছেন। সেই ধারাবাহিকতায় এবার সাকিব আল হাসান নাম লেখালেন গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা লিগে। জুলাইয়ের শেষ দিকে শুরু হতে যাওয়া এ টুর্নামেন্টে তিনি মাঠে নামবেন নতুন দল ব্রাম্পটন উলভসে।
কানাডা লিগের খেলোয়াড় নিলাম শেষ হয়েছে বৃহস্পতিবার। সেখান থেকেই সাকিবকে দলে টেনে নিয়েছে ব্রাম্পটন। ঐ দলে রয়েছেন কলিন মানরোর মতো বিধ্বংসী ব্যাটসম্যান। দলটির কোচ হিসেবে কাজ করবেন বর্তমানে আফগানিস্তানের দায়িত্বে থাকা ফিল সিমন্স।
২৫ জুলাই থেকে শুরু হতে যাওয়া কানাডা লিগে ছয়টি দল খেলবে। সবমিলিয়ে ঐ টুর্নামেন্টে ম্যাচ হবে ২২টি। সাকিবের ব্রাম্পটন উলভস ছাড়াও কাডানা লিগে খেলবে এডমন্টন রয়্যালস, মন্ট্রিল টাইগার্স, টরন্টো ন্যাশনালস, ভ্যাঙ্কুবার নাইটস এবং উইনিপেগ হকস।
কানাডা লিগ গত বছরই আলোর মুখ দেখেছিল। সেবার সাকিবের দল ‘ওয়েস্ট ইন্ডিজ বি’ নামে খেলেছিল। উঠেছিল ফাইনালেও। কিন্তু শিরোপা জিততে পারেনি। তাই এবার নাম পাল্টে নতুন রূপে হারানো সেই স্বপ্ন পূরণে তারকা ক্রিকেটারদের দিকে হাত বাড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
দ্বিতীয়বারের মতো হতে যাওয়া কানাডা লিগে সাকিব ছাড়ায় দেখা যাবে কেন উইলিয়ামসন, ফাফ ডু প্লেসি, শোয়েব মালিক, ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, ব্রেন্ডন ম্যাককালাম, কিরন পোলার্ড, থিসারা পেরেরা, সুনিল নারিন, ক্রিস লিন ও ডোয়াইন ব্রাভোর মতো ক্রিকেটারদের।
আগামী ১১ আগস্ট ফাইনালের মধ্যে দিয়ে শেষ হবে কানাডা লিগের দ্বিতীয় আসর।
Discussion about this post