ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
৯ জুন ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ের সময় বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন শিখর ধাওয়ান। এরপরই অনেকটা নিশ্চিত হয়েছিল বিশ্বকাপটা মিস করছেন তিনি। শুরুতে ডাক্তাররা বলেন এই ধাক্কা সামলে উঠতে চাই তিন সপ্তাহ। কিন্তু এখন জানা যাচ্ছে আরো কিছুদিন বেশি লাগবে। এর অর্থ ভারতের বাঁহাতি এই ওপেনারের বিশ্বকাপ শেষ।
কোল্টার-নাইলের ও প্যাট কামিন্সের বলও আঘাত হাতে ধাওয়ানের। ম্যাচে দুবার আঘাত নিয়েও শতরান করেন তিনি। খেলেন ১০৯ বলে ১১৭ রানের দুর্দান্ত এক ইনিংস! পরে চোটের কারণে পরে ফিল্ডিং করেননি। স্ক্যানের পর জানা যায়- তার বৃদ্ধাঙ্গুলির হাড়ে চিড় ধরা পড়ে।
ভারতীয় টিম ম্যানেজম্যান্ট জানিয়ে দেয় বুধবার জানায় ধাওয়ানের চোট সারেনি। ইনজুরি কাটিয়ে উঠতে জুলাইয়ের মাঝামাঝি সময় লাগবে।
ধাওয়ানের জায়গায় খেলতে আগেই ইংল্যান্ডে উড়ে গিয়েছিলেন রিশব পান্ত। পাকিস্তান ম্যাচের আগেই স্কোয়াডের সঙ্গে যোগ দেন তিনি। এই বিশ্বকাপে শতরানে করেন তিনি। কিন্তু এরপরই শেষ হয়ে গেল তার বিশ্বকাপ মিশন।
শনিবার রোজ বৌলে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের পরের ম্যাচ খেলবে ভারত। এর আগেই পাকিস্তানকে হারিয়ে উড়ছে বিরাট কোহলির দল।
Discussion about this post