ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আফগানিস্তানের বোলারদের নিয়ে রীতিমতো ছেলে-খেলায় মাতলেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। একেবারে আয়েসে উড়িয়ে দিলেন রশিদ খান ও মোহাম্মদ নবিদের। মঙ্গলবার ইংল্যান্ডের ব্যাটসম্যানদের দাপটে কোনঠাসা আফগানরা। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে এউইন মরগান করলেন ঝড়ো এক সেঞ্চুরি।
মরগান মাত্র ৫৭ বলে তুললেন শতরান। বিশ্বকাপ ইতিহাসে যা কীনা চতুর্থ দ্রুততম সেঞ্চুরি। মাত্র ৭১ বলে ১৪৮ রান করে ফেরেন ইংলিশ অধিনায়ক। এই মারকুটে ইনিংসে ৪টি চারের পাশাপাশি ছক্কা ছিল ১৭টি। তারই পথ ধরে গড়েন বিশ্বরেকর্ড।
ঠিক তাই, এটি শুধু বিশ্বকাপেরই নয়, ওয়ানডে ইতিহাসেই এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার বিশ্বরেকর্ড! মরগান সবচেয়ে বেশি নির্দয় ছিলেন লেগ স্পিনার রশিদ খানের জন্য। তাকের বলে ৭টি ছক্কা হাঁকিয়েছেন। গুলবাদিন নাইবের বলে হাঁকান ৫টি, মোহাম্মদ নবীর বলে ৩টি, দৌলত জাদরান ও মুজিবুর রহমানের বলে একবার করে বল উড়িয়ে পাঠান সীমানার বাইরে।
এতদিন সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটি যৌথভাবে ছিল- রোহিত শর্মা, এবি ডি ভিলিয়ার্স ও ক্রিস গেইলের। তিনজনই এক ইনিংসে হাঁকান ১৬টি করে ছক্কা।
সেই ২০১৩ সালের নভেম্বরে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বরেকর্ড গড়েন রোহিত শর্মা। ২০৯ রান করার পথে ১৬ ছক্কা হাঁকিয়ে বিশ্বকাপ রেকর্ড গড়েন এই ভারতীয়।২০১৫ সালের জানুয়ারিতে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ১৪৯ রান করার পথে ১৬টি ছক্কা মারেন!
২০১৫ বিশ্বকাপে ক্যানবেরায় জিম্বাবুয়ের বিপক্ষে ১৬ ছক্কা হাঁকিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ইনিংসে করেন ২১৫ রান।
বিশ্বকাপে এক ইনিংস সর্বোচ্চ দলীয় ছক্কার রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের। গতবার জিম্বাবুয়ের বিপক্ষে ২ উইকেটে ৩৭২ রান করতে গিয়ে ১৯ ছক্কা হাঁকান তারা।
Discussion about this post