ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ইংল্যান্ডের যে প্রান্তেই যাক কেন বাংলাদেশ, কিছুতেই যেন পিছু ছাড়ছে না বৃষ্টি। টন্টনেও ঠিক সে অবস্থার মধ্যেই রয়েছে বাংলাদেশ। যে কারণে এখনও ঠিকমতো অনুশীলনও করতে পারেনি টাইগাররা। তবে আগামী সোমবার ম্যাচ বলে আশা দেখছেন সাকিব আল হাসানরা। কিন্তু তার আগে তাদের ভাবনায় ফেলেছে এখনকার ছোট মাঠ।
এমনিতেই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা বিধ্বংসী। তার উপর তারা আগামী সোমবার পাচ্ছেন ছোট মাঠ। স্বাভাবিকভাবেই টাইগার বোলার বিশেষ করে স্পিনারদের উড়িয়ে সীমানা ছাড়া করবেন। ব্যাপারটি নিয়ে অবশ্য ভাবছেন লাল-সবুজদের স্পিন কোচ সুনীল যোশি, ‘চ্যালেঞ্জ ছাড়া জীবন হয় নাকি! সবখানেই চ্যালেঞ্জ থাকবে, সেটি মেনে নিয়েই এগোতে হবে।’
টন্টনে এখনও স্পিনাররা নিজেদের মেলে ধরতে পারেননি। তার প্রমাণ পাওয়া গেছে চলতি বিশ্বকাপে পাকিস্তান-অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচে। তবে সাকিব আল হাসানকে নিয়ে আশা করছেন যোশি। কেননা এমন কন্ডিশনে এর আগেও এ অলরাউন্ডার নিজেকে মেলে ধরে দিয়েছেন প্রমাণ, ‘আমরা সবাই চাই সাকিব যেন সেরাটা (বোলিংয়ে) জমিয়ে রাখে সঠিক ম্যাচের জন্য।’
বাংলাদেশের গত ম্যাচটি বৃষ্টির কারণে ভেসে যাওয়ায় সেমিফাইনালে ওঠার স্বপ্নটা কিছুটা হলেও ফিকে হয়েছে। তবে ব্যাপারটি নিয়ে এখনই চিন্তিত নন মাশরাফিরা। তাদের চোখ এখন উইন্ডিজ ম্যাচে। ক্যারিবীয়দের বিপক্ষে জিতলেই আবারও শেষ চারে ওঠার সম্ভাবনা বেশ ভালোভাবেই জেগে উঠবে টাইগারদের।
Discussion about this post