ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অস্ট্রেলিয়ার সামনে ছিল ”অসম্ভবকে সম্ভব” করার মিশন! কারণ বিশ্বকাপ ইতিহাসে এতো বড় সংগ্রহ টপকে জেতার রেকর্ড ছিল না! তারপরও চ্যালেঞ্জটা নিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু শেষে এসে হিসাব মিলল না। ভারতের বিশাল স্কোরের সামনে আত্মসমর্পন করতেই হলো!
রোববার লন্ডনের দা ওভালে অস্ট্রেলিয়াকে ৩৬ রানে হারিয়েছে ভারত। তারই পথ ধরে বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বিরাট কোহলির দল। পাশাপাশি বিশ্বকাপে দুই ম্যাচ জয়ের পর হার মেনেছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
ম্যাচে টস ভাগ্য ছিল বিরাট কোহলির পক্ষে। শুরুতে ব্যাট করতে নামে তার দল। শতরান তুলে নেন শিখর ধাওয়ান। আর দল তুলে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৫২ রান। জবাব দিতে নেমে ৫০ ওভারে অলআউট অজিরা করে ৩১৬ রান।
ভারতের ছুড়ে দেওয়া চ্যালেঞ্জের সামনে নেমে দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ তুলেন ৬১ রান। ৩৬ রান ফেলেন ফিঞ্চ। এরপর ওয়ার্নার অর্ধশতক করে আউট। তার ব্যাটে ৫৬।
তারপর উসমান খাজা ও স্টিভেন স্মিথের লড়ছিলেন। মনে হচ্ছিল লড়াই জমবে। কিন্তু খাজা ৪২ রানে ফিরতেই সর্বনাশ। স্মিথও এরপর তার পিঁছু নেন। ৭০ বলে করেন ৬৯ রান। ১৪ বলে ২৮ রান গ্লেন ম্যাক্সওয়েলের। শেষে অ্যালেক্স ক্যারির অপরাজিত থাকেন ৫৫ রানে।
তারও আগে ব্যাটিংয়ে নেমে ওভালে রানবন্যা বইয়ে দেয় ভারত। গড়ে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো দলের সর্বোচ্চ রানের রেকর্ড। দলটির বিপক্ষে বিশ্বকাপে আগের সর্বোচ্চ ছিল গতবার শ্রীলঙ্কার ৩১২ রান।
শুরুতেই রোহিত শর্মা ও শিখর ধাওয়ান উদ্বোধনী জুটিতে তুলেন ১২৭ রান। রোহিত করেন ৭০ বলে ৫৭ রান করে। শিখর ৯৫ বলে ১৩টি বাউন্ডারিতে তুলে নেন শতরান। এটি তার ১৭তম ওয়ানডে সেঞ্চুরি। ধাওয়ান অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে তুলেন ৯৩ রান। ১০৯ বলে ১১৭ রানে ফেরেন ধাওয়ান। কোহলি ৭৭ বলে করেন ৮২ রান।
হার্দিক পান্ডিয়া ২৭ বলে আসে ৪৮ রান। মহেন্দ্র সিং ধোনি ১৪ বলে ২৭। ভারত উঠে যায় রান পাহাড়ে। জিতে নেয় ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত: ৫০ ওভারে ৩৫২/৫ (রোহিত ৫৭, ধাওয়ান ১১৭, কোহলি ৮২, পান্ডিয়া ৪৮, ধোনি ২৭, রাহুল ১১*, কেদার ০*; কামিন্স ১/৫৫, স্টার্ক ১/৭৪, কোল্টার-নাইল ১/৬৩, স্টয়নিস ২/৬২)
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ৩১৬/১০ (ওয়ার্নার ৫৬, ফিঞ্চ ৩৬, স্মিথ ৬৯, খাওয়াজা ৪২, ম্যাক্সওয়েল ২৮, স্টয়নিস ০, কেয়ারি ৫৫*, কোল্টার-নাইল ৪, কামিন্স ৮, স্টার্ক ৩, জ্যাম্পা ১; ভুবনেশ্বর ৩/৫০, বুমরাহ ৩/৬১, চেহেল ২/৬২)
ফল: ভারত ৩৬ রানে জয়ী
ম্যাচসেরা: শিখর ধাওয়ান
Discussion about this post