ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ব্যাটিং পজিশনে তিন নম্বর জায়গাটি নিয়ে সমস্যায় অনেকদিন ধরেই ভুগছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত গত চ্যাম্পিয়নস ট্রফিতে এর সমাধান দেন সাকিব আল হাসান। সেই থেকে আর পেছনে ফিরে তাকাননি তিনি। গতকালও বিশ্বকাপের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ধরে রাখেন সেই ধারাবাহিকতা। করেন সেঞ্চুরি। যা চলতি বিশ্বকাপে কোন টাইগার ক্রিকেটারের প্রথম সেঞ্চুরি। স্বাভাবিকভাবেই প্রশংসা কুঁড়াচ্ছেন সাকিব। কিন্তু তাতে ভেসে যাচ্ছেন না এ অলরাউন্ডার। উল্টো তিনি চাইছেন, তিনে খেলেই আরও বেশি বেশি সাফল্য পেতে।
কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে তিন নম্বরে নেমেই শনিবার ১১৯ বলে ১২১ রান করেন সাকিব। বিশ্বকাপে এটি তার প্রথম সেঞ্চুরি। তিনে খেলেই এবারের বিশ্বকাপে আগের দুই ম্যাচে সাকিব করেন ৭৫ ও ৬৪ রান। এখনও পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহকারীও তিনিই।
তিন নম্বর পজিশনটা বাংলাদেশ দলের জন্য সব সময়ই চ্যালেঞ্জিং। এরইমধ্যে অনেকেই সেখানে করেছেন ফেল। তাই শুরুর দিকে সাকিবের মনে ছিল সংশয়। তারপরও নিজেকে ঠিকই প্রমাণ করে চলেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
গত বছর থেকে তিনে নিয়োমিত খেলছেন সাকিব। যদিও এর আগে ২০১৪ ও ২০১৭ সালে বিচ্ছিন্নভাবে দুটি ম্যাচে তিনে খেলেছিলেন এ বাঁহাতি। কিন্তু ভালো করতে পারেননি। গত বছরের জানুয়ারিতে বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ থেকে ব্যাট করতে শুরু করেন তিনে। যেখানে বেশ সফলও হয়েছিলেন এ বাঁহাতি। পরে ভালো করেন ওয়েস্ট ইন্ডিজ সফরেও। কিন্তু গত এশিয়া কাপের সময় চোট নিয়ে ছিটকে যাওয়ার পর আবার জায়গা হারান তিনে। দল পরখ করে দেখে অন্যদের। তারা সফল না হলেও আবারও গেল আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ থেকে তিনে ফেরেন সাকিব। যথারীতি সফল এবারও। তিন ইনিংসের দুটিতেই করেন অপরাজিত হাফসেঞ্চুরি। এরপর বিশ্বকাপের এই সাফল্য।
সাকিব এখন পর্যন্ত ওয়ানডেতে তিনে ব্যাট করেছেন ১৮ ইনিংসে। ৮টি হাফসেঞ্চুরি ও ১টি সেঞ্চুরিতে ৫১.৯৩ গড়ে ৮৩১ রান করেছেন এ বাঁহাতি। এই পজিশনে যা বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সেরা গড়। তারপরও এ অলরাউন্ডার তাকাতে চাইছেন পেছনের দিকে, ‘হ্যাঁ, তিনে ব্যাট করার সিদ্ধান্তটা আমারই ছিল। সবাইকে বোঝাতে হয়েছে, সবাইকে। কারণ একটি ম্যাচে রান না করলেও তারা বলত যে পাঁচ নম্বরেই আমার খেলা ভালো। তিন নম্বরে খেলতে তাই অনেককে রাজি করাতে হয়েছে আমাকে।’
গত কয়েকমাস তিনে ব্যাট করে সফলও হলেও খুশি নন সাকিব। এ পজিশনে দলের জন্য আরও অবদান রাখতে চান তিনি, ‘এটা একটু আলাদা, ভিন্ন কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তবে আমি এই মূহুর্তে উপভোগ করছি। আমার কাছে মনে হয়েছিল, আমার জন্য আরও বেশি অবদান রাখার সুযোগ এটি। ব্যাটে আরও বেশি অবদান রাখার সুযোগ।’
এখন পর্যন্ত চলতি বিশ্বকাপে ব্যাট হাতে দাপট দেখাচ্ছেন সাকিব। তবে তিনি বলছেন এটা কেবলই শুরু, ‘এ টুর্নামেন্টে এটা কেবলই শুরু। এখনও আরও অনেক ম্যাচ আছে। আরও অবদান রেখে যেতে হবে। ব্যাটে-বলে আমি যতটা সম্ভব, আরও বেশি অবদান রাখতে চাই।’
Discussion about this post